Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিপজ্জনকভাবে ঝুলছে বৈদ্যুতিক তার

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার উত্তর ফালগুনকরা গ্রামে একটি বৈদ্যুতিক খুটি দাঁড়িয়ে থাকলেও সংযোগ নেই তারের। বিপজ্জনকভাবে খুঁটির পাশ দিয়ে তার ঝুলছে। ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। জানা গেছে, দেড় বছর আগে ওই গ্রামের ভূঁইয়া বাড়ির দোতলা মসজিদের সামনে বৈদ্যুতিক লাইনের তার আটকানোর জন্য একটি খুঁটি দেয়া হয়। পিডিবি অফিসের কর্মচারীরা খুঁটিটি নির্দিষ্ট স্থানে বসালেও অদৃশ্য কারণে খুঁটির সাথে তার আটকানো হয়নি। এ নিয়ে পিডিবি চৌদ্দগ্রাম অফিসের উপজেলা প্রকৌশলী বরাবরে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি একটি অভিযোগ করেন ওই গ্রামের বাসিন্দা সাংবাদিক আবু বকর সুজন। দীর্ঘদিনেও ওই অভিযোগের তদন্ত করে খুঁটির সাথে তার সংযোগ দেয়া হয়নি। স্থানীয়রা ঝুলন্ত তারে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন। মসজিদের মুসল্লিরা জানান, ‘জীবনের ঝুঁকি নিয়ে প্র¯্রাবখানায় জরুরি কাজ শেষ করতে হয়। শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট খুঁটিতে ঝুলন্ত তারগুলো আটকানোর আহ্বান জানান মুসল্লিরা’। এ বিষয়ে পিডিবির উপজেলা প্রকৌশলী দরনী বাবু জানান, ‘আমি নতুন এসেছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপজ্জনকভাবে ঝুলছে বৈদ্যুতিক তার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ