Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজিমপুরে মসজিদে খাদেমের বস্তাবন্দি লাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১১:৫৪ এএম

রাজধানীর আজিমপুরে মেয়র হানিফ মসজিদ থেকে খাদেমের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে লালবাগ থানা পুলিশ। নিহত খাদেম মো. হানিফসহ (৪৫) আরও চারজন ওই মসজিদ কম্পাউন্ডেই থাকতেন।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তাকে নৃশংসভাবে হত্যা করে বস্তায় ভরে মসজিদটির দ্বিতীয় তলার একটি কক্ষে ফেলে রাখা হয়। বস্তাটি থেকে দুর্গন্ধ ছড়ালে মসজিদ কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের জানান, নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ