রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : উখিয়ায় সন্ত্রাসীদের চুরিকাঘাতে উখিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন (২২) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উখিয়া উপজেলা সদর স্টেশনে বৃহস্পতিবার দিনগত রাত ১ টায়। জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে উখিয়া তাঁত ও বস্ত্র মেলায় চলা নাচের আসরে টিকিটবিহীন প্রবেশ নিয়ে ছাত্রলীগ নেতা শাহিনের সাথে উপজেলার সিকদার বিল গ্রামের মোঃ কালু হাজীর ছেলে চিন্থিত সন্ত্রাসী জাহাঙ্গীর গ্রুপের প্রধান জাহাঙ্গীরের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ১টার দিকে কলেজ ছাত্রলীগ নেতা শাহিন বাড়ী ফেরার পথে জাহাঙ্গীর গ্রুপের কর্মীরা উখিয়া সদর জামান হোটেলের সামনে তার গতিরোধ করে। কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে সন্ত্রাসী জাহাঙ্গীর ও তার সাঙ্গপাঙ্গরা শাহিনকে উপর্যুপরী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা মাঠিতে লুটিয়ে পড়া শাহিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ প্রসঙ্গে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন জানান, মেলা দেখে বাড়ী ফেরার পথে এলাকার চিন্থিত সন্ত্রাসী জাহাঙ্গীরের নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসী ছাত্রলীগ নেতা শাহিনকে উপর্যুপরী ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়। এদিকে ঘটনায় জড়িত সন্দেহে কক্সবাজার মডেল থানা পুলিশ মানি দাশ নামের এক যুবককে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।