Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অক্সিজেনের বোতল নিয়েও ঘুরতে হবে

বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

বায়ুদূষণের মাত্রা এত দূর্বিষহ হয়ে গেছে যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই, মানুষকে পানির বোতলের সঙ্গে এখন অক্সিজেনের বোতল নিয়ে ঘুরতে হবে পরিবেশবিদরা মন্তব্য করেছেন। গতকাল এক সেমিনারে বক্তারা বলেন, বায়ু দূষণে প্রতিবছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়। বাংলাদেশে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম শহরের বায়ু অত্যধিক দ‚ষিত হয়ে পড়েছে। এ দ‚ষণের ম‚ল কারণ হচ্ছে ইটভাটার ধোঁয়া এবং বিভিন্ন কলকারখানা থেকে নির্গত কালো ধোঁয়া ও ধূলিকণা।

রাজধানীর আগারগাঁও এ পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত বায়ু দ‚ষণের অভিঘাত এবং নগর পরিকল্পনায় বন ও জীববৈচিত্র্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে আরণ্যক ফাউন্ডেশন, আইইউসিএন ও বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতির যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের ম‚ল বক্তা অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, গাছ রেখে ভবন নির্মাণ কিংবা অবকাঠামো নির্মাণ করতে হবে। দেশীয় প্রজাতির গাছ লাগাতে হবে। বট গাছ রক্ষা এবং নতুন করে লাগানোর উদ্যোগ নিতে হবে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১০ লাখ গাছ লাগানো হবে। পরিবেশ রক্ষায় কিন্তু গাছের সঠিক ও ভারসাম্যপ‚র্ণ প্রজাতি নির্ধারণ করতে হবে।

পরিকল্পনাবিদ আদিল খান বলেন, ভ‚মির ব্যবহারে সঠিক কোনো পরিকল্পনা নেই। বায়ু দ‚ষণে সরকারের দায়বদ্ধতা ও ব্যর্থতা রয়েছে। শহরের পাশে বাফারের এলাকা ধ্বংস করা হচ্ছে। ফলে, নগরবাসী দ‚ষণের শিকার হচ্ছে। বায়ু, ভ‚মি, মাটি এবং পরিবেশ রক্ষায় জোনিংয়ের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষা করলে হাসপাতালের খরচ কমে আসবে। আমরা পরিবেশ ট্যাপের মধ্যে পরতে যাচ্ছি। পরিবেশ দ‚ষনকারীদের শাস্তি এবং জরিমানার পরিমাণ আরো কঠোর হতে হবে।

বাংলাদেশের বিভিন্ন শহরের পরিবেশ দুষণের অভিঘাত মোকাবিলায় নগর সবুজায়ন কৌশল নিয়েই ছিল আলোচনার বিষয়। সেখানে বলা হয়, বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ঢাকা রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষে ভারতের দিল্লী। বায়ু দ‚ষণে প্রতিবছর সারা বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়। বাংলাদেশে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম শহরের বায়ু অত্যধিক দ‚ষিত হয়ে পড়েছে। এ দ‚ষণের ম‚ল কারণ হচ্ছে ইটভাটার ধোঁয়া এবং বিভিন্ন কলকারখানা থেকে নির্গত কালো ধোঁয়া ও ধ‚লিকণা। বাতাসে যেসব ধূলিকণা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক হচ্ছে ২ দশমিক ৫ মাইক্রোমিটার বা তার কম সাইজের ধূলিকণা এবং বাতাসের মাত্রাতিরিক্ত ক্যাডমিয়াম, নিকেল ও সিসা। ঢাকা শহরের বাতাসে বর্তমানে সহনীয় মাত্রার প্রায় ২০০ গুণ বেশি রয়েছে ক্যাডমিয়াম। নিকেল ও সিসার মাত্রা প্রায় দ্বিগুণ ও ক্রোমিয়ায় প্রায় ৩ গুণেরও বেশি। ইটভাটা থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড ও সালফার-ডাই অক্সাইড এবং বাতাসে ভাসমান পিএম ২ দশমিক ৫ মাইক্রোমিটারের বালুকণার কারণে অ্যাজমা, হাঁপানি, অ্যালার্জি সমস্যা, নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রেও সংক্রমণ বাড়িয়ে দেয়।

পরিবেশ অধিদপ্তরের গবেষণায় বলা হয়, ঢাকা শহরের বায়ুদ‚ষণের জন্য ইটভাটা দায়ী ৫৮ শতাংশ, ডাস্ট ও সয়েল ডাস্ট ১৮ শতাংশ, যানবাহন ১০ শতাংশ, বায়োমাস পোড়ানো ৮ শতাংশ এবং অন্যান্য উৎস ৬ শতাংশ দায়ী। একজন সুস্থ স্বাভাবিক মানুষ গড়ে ২ লাখ লিটার বায়ু শ্বাস প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করে থাকে। দ‚ষিত বায়ুর কারণে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়, এ থেকে ক্যান্সার হতে পারে, যা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, অতিরিক্ত সচিব ড. এস এম মঞ্জুরূল হান্নান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ. কে. এম. রফিক আহাম্মদ, বন অধিদপ্তরের সামাজিক বনায়ন সার্কেলের বন সংরক্ষক রকিবুল হাসান মুকুল, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর সাধারন সম্পাদক পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান এবং জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অক্সিজেনের বোতল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ