Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

পরমাণু চুক্তি মেনে চলার আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

ছয় বিশ্বশক্তির সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি মেনে চলার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চুক্তিতে স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো। ইরান ওই চুক্তি লঙ্ঘন করছে এমন খবরে তারা ‘অত্যন্ত উদ্বিগ্ন’ বলে মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে মন্তব্য করেছে দেশগুলো। ইরান চলতি সপ্তাহে ঘোষণা করেছে, পারমাণবিক চুক্তিতে কম-সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের যে সীমা বেঁধে দেওয়া হয়েছে মজুদ তার চেয়েও বাড়াবে তারা। দেশটির এ ঘোষণার প্রতিক্রিয়ায় ‘ইরান আগুন নিয়ে খেলছে’ বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইসরাইল জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সংঘাত বাঁধলে তাতে তাদের যোগ দেওয়ার সম্ভাবনা আছে এবং এর জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। ইরান বিষয়ক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চ প্রতিনিধির সঙ্গে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “ইরানের এই সিদ্ধান্তে আমরা খেদ প্রকাশ করছি, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের প্রধান একটি ধারাকে প্রশ্নের মুখে ঠেলে দেয়। এই পদক্ষেপ থেকে সরে আসতে এবং চুক্তিকে খর্ব করে এমন কোনো কিছু করা থেকে বিরত থাকতে ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।” রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ