Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বেলুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসী ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মিকে (বিএলএ) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপির বরাতে ডনের খবরে বলা হয়, বেলুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ঘোষণায় জানিয়েছে, বেলুচিস্তান লিবারেশন আর্মি একটি সন্ত্রাসী সংগঠন। বেলুচিস্তানসহ পাকিস্তানের বিভিন্ন স্থানে তারা নাশকতামূলক কর্মকান্ড চালাচ্ছে। দেশটির নিরাপত্তা বাহিনীসহ বেসামরিক লোকজনও বিভিন্ন সময় তাদের হামলার স্বীকার হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী কোনো নাগরিক যদি এ সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত থাকে বা কোনোভাবে সাহায্য করে তা হলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রসঙ্গত, স্বাধীন বেলুচিস্তানের দাবিতে সশস্ত্র আন্দোলন করে আসছে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। বিভিন্ন সময় বেলুচিস্তানসহ পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালায় সংগঠনটি। গত মে মাসে বেলুচিস্তান প্রদেশের বন্দরনগরী গোয়াদারে বিলাসবহুল পাঁচতারকা হোটেলে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীটি। এতে হোটেলটির এক প্রহরীসহ অন্তত পাঁচজন নিহত ও দুজন আহত হন। এর আগে গত বছর পাকিস্তানের করাচিতে চীনা কনস্যুলেটেও সন্ত্রাসী হামলা চালিয়েছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি।
ডন, এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ