Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মায়ের জন্য জেলগেটে অপেক্ষা দুই শিশুর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

দুই বোন হামস ৮ ও হায়া ৬, মিসরের একটি জেলখানার গেটে কারো জন্য অপেক্ষা করছে। বেশ কিছুদিন ধরে তাঁদের কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে জেলখানার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা দুটি অবুঝ শিশুর করুণ মুখের ছবি নাড়া দিয়েছে সবার হৃদয়কে। এমনকি ফেসবুক-টুইটারেও ছবিটি শেয়ার হয়েছে অসংখ্যবার। সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানায়, উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মিসরের শেখ জায়েদ শহরের বাসিন্দা এই শিশু দুটি কয়েকদিন যাবত তাঁদের মায়ের অপেক্ষায় জেলখানার গেটে দাঁড়িয়ে আছে। স¤প্রতি দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত একমাত্র প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির মৃত্যুতে শোক প্রকাশ করায় গ্রেপ্তার করা হয় এই শিশু দুটির মা আয়া আলাকে। মিসরীয় কর্তৃপক্ষ এ জন্য আয়া আলাকে মোট ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে। মাকে ছাড়া এই অবুঝ দুটি শিশু থাকতে পারছে না বাড়িতে। কিন্তু জেলখানায় গিয়ে মায়ের সঙ্গে দেখা করার জন্যও মিলছে না অনুমতি। গ্রেফতারের পর শিশুদের মা আয়া আলাকে মোট ১২ দিন পর্যন্ত হাজির করা হয়নি আদালতে। এমনকি প্রথমে তাকে গ্রেপ্তারের বিষয়টিও স্বীকার করেনি পুলিশ। পরে যদিও মুরসির মৃত্যুতে মিডিয়ার সঙ্গে যোগাযোগ করে শোক প্রকাশের দায়ে তাকে ১৫ দিনের কারাদন্ডাদেশ দেওয়া হয়। এ দিকে কারাবন্দি আলার স্বামী পেশায় একজন সাংবাদিক। ২০১৫ সালে মিসরীয় পুলিশ তাকেও একবার গ্রেপ্তার করেছিল। সেবার তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনা হয়। তখন স্বামীর মুক্তির জন্য আয়া আলা যে দৌড়ঝাঁপ করেছিলেন এবার আদালতে সেটিকেও অপরাধ হিসেবে দেখায় ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার। আয়া আলার স্বামী আল কাবানি যখন কুখ্যাত তোরা জেলখানায় বন্দি ছিলেন তখনো বাবার সঙ্গে দেখা করার জন্য এই মেয়ে দুটি প্রায়ই কারাগারের গেটে দাঁড়িয়ে থাকতো। যদিও চলতি বছরের শুরুতে তাকে মুক্তি দেওয়া হয়। এবার আর বাবার জন্য নয়, বরং মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য শিশু দুটি জেলখানার গেটে অপেক্ষা করছে। গত ১৭ জুন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির মৃত্যুর পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারাবন্দিদের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ নিষিদ্ধ করেছিল। মিডল ইস্ট মনিটর।



 

Show all comments
  • Moyen Uddin ৪ জুলাই, ২০১৯, ৪:৪২ এএম says : 0
    Ameen yeah Allah perdon their mother
    Total Reply(0) Reply
  • AL Emran Emon ৪ জুলাই, ২০১৯, ৪:৪৩ এএম says : 0
    আল্লাহ তুমি সরবত্তম সাহায্যকারী। আল্লাহ তুমি মজলুমদের হেফাজত কর আমিন।
    Total Reply(0) Reply
  • Rahat Bin Sarif ৪ জুলাই, ২০১৯, ৪:৪৩ এএম says : 0
    আল্লাহ হেফাজত কর।
    Total Reply(0) Reply
  • Shawon Shohag ৪ জুলাই, ২০১৯, ৪:৪৪ এএম says : 0
    হেদায়ত কর আল্লাহ
    Total Reply(0) Reply
  • Bilal Hossain ৪ জুলাই, ২০১৯, ৪:৪৪ এএম says : 0
    Ader maa k sere dewa houk ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ