মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির উত্তরাঞ্চলের বেনু স্টেটে ট্যাংকারটি দুর্ঘটনায় পড়ে এবং পরবর্তীতে এটি বিস্ফোরিত হয়। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ট্যাংকারটির চালক হঠাৎ করে সামনে পড়া গভীর একটি গর্ত পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। তখন পাশ দিয়ে যাওয়া একটি বাসের নিষ্কাশন পাইপ রাস্তার সঙ্গে ঘর্ষণের ফলে স্ফুলিঙ্গ তৈরি হয়। আর সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জায়গাটি থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখান থেকে অন্তত ৭০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ সম্পর্কে নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কমিশনের সেক্টর কমান্ডার আলিয়ু বাবা বলেন, তাদের অবস্থা দেখে মনে হয়েছে, সেখান থেকে অনেকেই বাঁচবে না। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।