Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদুরোর সঙ্গে আর কোনো আলোচনা নয় : গুয়াইদো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদো মঙ্গলবার বলেছেন, ‘খুনী স্বৈরশাসক’ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে নতুন করে আলোচনার কোন পরিকল্পনা নেই। সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে নিরাপত্তা হেফাজতে এক কর্মকর্তার মৃত্যুর পর তিনি এমন মন্তব্য করলেন। গুয়াইদো বলেন, ‘গণতন্ত্রের জন্য মানবাধিকার লঙ্ঘনকারীদের সঙ্গে আলোচনায় বসার কোন সময় নেই। আমরা ভয়ঙ্কর স্বৈরতন্ত্র মোকাবেলা করছি।’ তিনি সাংবাদিকদের বলেন, মাদুরো ঘোষিত দখলদারিত্বের অবসান সহজতর করার লক্ষ্যে নতুন করে আলোচনা করতে চাইলে ‘আমরা আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবো।’ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা রাফায়েল অ্যাকোস্তা আরিভালোর সন্দেহজনক মৃত্যুর বিষয়টি নিয়ে আলোচনা করতে বিরোধী দল নিয়ন্ত্রিত জাতীয় পরিষদের আইনপ্রণেতাদের সঙ্গে গুয়াইদো কথা বলছেন। ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে বিশ্বের ৫০ টির বেশি দেশ তাকে স্বীকৃতি দিয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ