Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নামাজ ঠেকাতে আবারো হনুমান চালিশা রাস্তায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

রাস্তা আটকে মুসলিমদের জুমার নামাজ পড়ার বিরোধিতায় ফের প্রতিবাদ জানালো ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা। গত ২৫ জুনের মত মঙ্গলবারও প্রতিবাদ হিসেবে রাস্তা আটকিয়ে হনুমান চালিশা (মন্ত্র) পাঠ করেছে বিজেপির কর্মীরা। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, হাওড়ার বালির ডবসন রোডে প্রথমে পথ আটকায় বিজেপির নেতাকর্মীরা। এরপর মুসলিমদের রাস্তায় নামাজের প্রতিবাদে পাঠ করে হনুমান চালিশা। তাদের বক্তব্য, যতদিন পর্যন্ত না রাস্তা আটকে নামাজ পড়া বন্ধ হবে, ততদিন এই প্রতিবাদ চলবে। বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং বলেছেন, ‘যতদিন না রাস্তা আটকে নামাজ পড়া বন্ধ হবে, ততদিন আমরাও রাস্তা আটকে হনুমান চালিশা পড়ব।’ নেতাকর্মীদের অভিযোগ, রাস্তা আটকে আমজনতাকে দুর্ভোগে ফেলার অধিকার কারও নেই। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ