মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন হুমকি দিয়েছে। তারা বলেছে, তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে। হোয়াইট হাউজের ভারপ্রাপ্ত প্রেস সেক্রেটারি স্টেফেনি গ্রিশাম এক বিবৃতিতে বলেন, ইরানের নেতারা যতক্ষণ পর্যন্ত তাদের কর্ম পদ্ধতি পরিবর্তন না করবেন ততক্ষণ পর্যন্ত দেশটির সরকারের ওপর চাপ অব্যাহত থাকবে। স্টেফেনি গ্রিশাম তার ভাষায় বলেন, ইরান সরকারকে অবশ্যই পরমাণু উচ্চাকাক্সক্ষা ও তাদের ক্ষতিকর আচরণ বদলাতে হবে। হোয়াইট হাউজের ভারপ্রাপ্ত প্রেস সেক্রেটারি দাবি করেন, ইরান কখনো পরমাণু সমঝোতার প্রতি সত্যিকার অর্থে প্রতিশ্রুতিবদ্ধ ছিল না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ বার বার নিশ্চিত করেছে যে, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে তারপরও তিনি এই মন্তব্য করলেন। ২০১৬ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয়। কিন্তু এর অন্যতম প্রধান পক্ষ আমেরিকা গত বছর সমঝোতা নিজেকে প্রত্যাহার করে নেয়। সেই যুক্তরাষ্ট্রের এখন পরমাণু সমঝোতা নিয়ে কথা বলছে। অথচ, দেশটি এখন আর এ সমঝোতার কোনো অংশই না। অপর এক খবরে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কোনো রকম সামরিক সংঘাতে জড়ানোর বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রের বিরাট সংখ্যক মানুষ। ইরানের বিরুদ্ধে গত মাসে হামলা চালানোর নির্দেশ দেয়ার পর তা বন্ধ করার যে সিদ্ধান্ত দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সঠিক বলেও মনে করছেন তারা। দ্যা হারভার্ড সিএপিএস/হ্যারিস পরিচালিত এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার দ্যা হিল পত্রিকা জনমত জরিপের এ ফলাফল প্রকাশ করেছে। জরিপে অংশ নেয়া ৭৮ ভাগ মানুষ বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্তকে তারা সমর্থন করেন এবং তা সঠিক ছিল। এছাড়া, শতকর ৫৭ ভাগ মানুষ ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর বিরোধিতা করেছেন। জনমত জরিপে অংশ নেয়া লোকজনের শতকরা ৫৫ ভাগ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ইস্যুকে যেভাবে মোকাবেলা করছেন তা সঠিক নয়। গত ২৬ থেকে ২৯ জুন পার্যন্ত ২,১৮২ জন রেজিস্ট্রার্ড ভোটারের ওপর অনলাইনে এ জরিপ চালানো হয়। গত সপ্তাহে অন্য এক জরিপে দেখা গিয়েছিল- মাত্র শতকরা পাঁচ ভাগ মার্কিন নাগরিক ইরানের ওপর সামরিক হামলা চালানোর পক্ষে মত দিয়েছিল। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।