Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ২:৩১ পিএম

গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বুধবার (৩ জুলাই) বেলা ১২টায় ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিকট এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে অংশ গ্রহণ করেন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক এ জি এম শামসুল হক, দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, মোয়াজ্জেম হোসেন মতি, সাধারণ সম্পাদক কাজী রেজওয়ান হোসেন রিয়াজ, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান মিহির, দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক, সহ-সম্পাদক রেজাউর রহমান ফাহিম, তুরাগ থানা বিএনপি’র সভাপতি আমান উল্লাহ ভূঁইয়া, বিমানবন্দর থানা বিএনপি’র সভাপতি জুলহাস পারভেজ মোল্লা, সাধারণ সম্পাদক মনির হোসেন ভূঁইয়া, রুপনগর থানা বিএনপি’র সভাপতি মোঃ আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মজিবুল হক, তেজগাঁও থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উত্তরা পূর্ব থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এফ ইসলাম চন্দন, মোহাম্মদপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হাফিজ, বনানী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চু, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, পল্লবী থানা বিএনপি’র সভাপতি কমিশনার সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বুলবুল মল্লিক, কাফরুল থানা বিএনপি’র সভাপতি আক্তার হোসেন জিল্লু, সাধারণ সম্পাদক মোঃ আকরাম বাবু, গুলশান থানা বিএনপি’র সভাপতি ফারুক হোসাইন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলাম, হাতিরঝিল থানা বিএনপি’র সভাপতি মোঃ মমিন উদ্দিন, রামপুরা থানা বিএনপি’র সভাপতি শফিকুল আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির, উত্তরখান থানা বিএনপি’র সভাপতি আহসান হাবিব মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর ব্যাপারী, তুরাগ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খোকা, বাড্ডা থানা বিএনপি’র সভাপতি আব্দুল কাদের বাবু, ভাটারা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ, সাবেক সহ-সম্পাদক এ কে এম আবুল কালাম আজাদ, এ্যাডভোকেট মহিউদ্দিন লোবান, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল, ছাত্রদল পশ্চিম সভাপতি কামরুজ্জামান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি শাখাওয়াত হোসেন সৈকত, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক তানভীর আহমেদ খান ইকরাম প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ