রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
কুমিল্লার চৌদ্দগ্রামে হোমিও চিকিৎসক ও ইউনিয়ন পরিষদ মেম্বার মো. সোহরাওয়ার্দীর ওপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউপি আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য (মেম্বার) ডা. মো. সোহরাওয়ার্দী লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, স্থানীয় একটি সন্ত্রাসী দল তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ওই চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গত ২৯ মে সন্ত্রাসীরা উপজেলার ধোড়করা বাজারে তার ওপর হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় তিনি গত ১ জুন স্থানীয় শাকতলা গ্রামের পারভেজ, এমরান, জহির, রাসেল, শহীদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা তাকে ও তার লোকজনকে প্রাণনাশসহ বিভিন্নভাবে হয়রানীর হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।