Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছেলেসহ ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউপি এক সদস্যসহ তার ছেলেকে গত বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ। পাঁচদিনের রিমান্ড চেয়ে গত বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফর রহমান নির্বাচনের দিন বাছাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রতিদ্বন্দ্বি ইউপি সদস্য প্রার্থী গোলজার হোসেনের সমর্থদের উপর অতর্কিত হামলা চালিয়ে ভোট কেন্দ্র দখল করে জালভোট দেয়ার চেষ্টা করে। এসময় গোলজার হোসেনের সমর্থকরা বাধা দিলে লুৎফর রহমানের নেতৃত্বে তার ছেলে পারভেজ মিয়া, ভাই ইলিয়াস মিয়াসহ ১৫/২০ একত্রিত হয়ে দেশীয় অস্ত্রেসজ্জিত হয়ে গোলজার হোসেন ও তার সমর্থক আলমগীর মিয়া, আলী আহাম্মদের উপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনায় গোলজার হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক মাসুদ জানান, ইউপি সদস্য লুৎফর রহমান ও তার ছেলে পারভেজ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছেলেসহ ইউপি সদস্য গ্রেফতার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ