Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই মাস পর মাঠে ক্যাসিয়াস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

 হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রায় দুই মাস পর অভিজ্ঞ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস প্রাক মৌসুম অনুশীলনে পোর্তোতে রিপোর্ট করেছেন। ৩৮ বছর বয়সী ক্যাসিয়াস গত ১ মে অনুশীলনে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে তার অস্ত্রোপাচার করা হয়। সোমবার পোর্তোর অনুশীলন মাঠে ফেরার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে রিয়াল মাদ্রিদের সাবেক এই অধিনায়ক। যেখানে ক্যাসিয়াস লিখেছেন, ‘আবারো কাজে ফেরা। আজ প্রথম দিন।’ ২০১৯-২০ মৌসুমকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন প্রিমিয়ারা লিগার ক্লাবটি। প্রাক মৌসুম অনুশীলনে পুরোপুরি ভাবে নামার আগে ক্যাসিয়াসের নিয়মিত মেডিকেল পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে বলে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। যদিও ক্যাসিয়াসের ভবিষ্যত নিয়ে এখন শঙ্কা রয়ে গেছে। গত মাতে নিজেই জানিয়েছিলেন ইতোমধ্যেই অবসরের সিদ্ধান্ত তিনি নিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ