মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নবনির্বাচিত তৃণমূল সংসদ সদস্য নায়িকা নুসরাত জাহানকে আগামীকাল বৃহস্পতিবার রথযাত্রার উদ্বোধনে বিশেষ অতিথি হওয়ার আহ্বান জানাল ইস্কন। অতিথি হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন নুসরাত। তাকে ধন্যবাদ জানিয়ে ইস্কনের এক কর্মী জানিয়েছেন, ‘নুসরাত সত্যিই পথ দেখাচ্ছেন।’
১৯৭১ সালে স্থাপিত ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইস্কন) আয়োজিত রথযাত্রার ৪৮তম সংস্করণ এবছর। রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার এক ব্যবসায়ীকে বিয়ের পরে সংসদে শপথগ্রহণের সময় সিঁদুর ও মঙ্গলসূত্র পরার জন্য বিতর্কে জড়ান নুসরাত।
নুসরাত জানিয়ে দেন, তিনি আসলে ‘সমন্বিত ভারত’-এর প্রতিনিধি। এই ‘সমন্বিত ভারত’ জাতপাত ও ধর্মের বাধার অনেক ঊর্ধ্বে। অন্য চলচ্চিত্র তারকাদের সঙ্গে নুসরাত ও তার স্বামী উপস্থিত থাকবেন রথযাত্রার উদ্বোধনীতে।
ইস্কনের মুখপাত্র রাধারমণ দাস টুইট করে জানান, ‘ইস্কন কলকাতা রথযাত্রা সামাজিক সমন্বয়ের একটি উদাহরণ। যেখানে ঈশ্বরের রথ নির্মাণ করেন আমাদের মুসলিম ভাইরা। ঈশ্বরের পরিধেয় বহু পোশাকও আমাদের মুসলিম ভাইরা বানিয়েছেন এবং এটা তারা করে আসছেন দশকের পর দশক ধরে আমাদের কিছু মন্দিরে।’ সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।