মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার হোমসপ্রদেশ ও রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইরানিদের লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলায় শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২১ জন। সোমবার হোমস ও রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, সোমবার রাতে লেবাননের আকাশসীমা থেকে তারা ইসরাইলের তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ভূপাতিত ক্ষেপণাস্ত্রের কিছু অংশ সিরিয়ার ভেতরেও পড়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানার। আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে এর আগেও বহুবার ইসরাইল সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে। দেশটির সামরিক সূত্র জানিয়েছে, হোমস ও রাজধানী দামেস্কের উপকণ্ঠে সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইল ওই হামলা চালায়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।