মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হংকংয়ের লেজিসলেটিভ কাউন্সিলে ঢুকে তান্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা। প্রতিবাদকারীরা শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলেও পরে তারা হংকংয়ের পার্লামেন্টে ঢুকে বেশ কয়েক ঘণ্টা তা অবরোধ করে রাখে। এসময় বিক্ষোভকারীরা সেখানে ব্যাপক ভাঙচুর চালায়। খবর বিবিসির। এ ঘটনার নিন্দা জানিয়ে হংকংয়ের নেতা ক্যারি লাম বলেছেন, বিক্ষোভকারীরা ‘ব্যাপক সহিংসতা’ চালিয়েছে। পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের পার্লামেন্ট থেকে বের করে দেয়ার পর এক সংবাদ সম্মেলন করেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। পুলিশ কমিশনার লো ওয়েই-চাংকে পাশে নিয়ে লাম বলেন, যারা পার্লামেন্টে প্রবেশ করেছে তাদের ‘কর্মকান্ডের নিন্দা জানানো উচিত, কারণ হংকংয়ে আইনের শাসনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই।’ মূলত প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে গত মাসে আন্দোলন শুরু করে বিক্ষোভকারীরা। ব্যাপক আন্দোলনের মুখে হংকংয়ের কর্তৃপক্ষ ওই বিলটি স্থগিত করে। কিন্তু বিক্ষোভকারীরা এখন এই বিলটি পুরোপুরি বাতিল ও লামের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছে। ১৯৯৭ সালের ১ জুলাই হংকংকে চীনের হাতে তুলে দিয়েছিল ব্রিটেন। এরপর থেকে প্রতি বছরই এই দিনে গণতন্ত্রপন্থি মিছিল বের হয়। কিন্তু চলতি বছর বিতর্কিত প্রত্যর্পণ বিলের কারণে গত কয়েক সপ্তাহ জুড়ে শহরে অস্থিরতা বিরাজ করছে। সমালোচকরা বলছেন, হংকংয়ের ভিন্নমতাবলম্বী রাজনীতিকদের কোণঠাসা করতে চীন এই বিল ব্যবহার করতে পারবে। কারণ এই বিল পাস হলে হংকংয়ের কোনও অপরাধীকে চীনের মূল ভূখন্ডে পাঠানো যাবে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।