Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা মুম্বাইয়ে সতর্কতা জারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের মুম্বাই শহর। গত দুইদিন ধরে টানা বর্ষণে কার্যত অচল হয়ে পড়েছে দেশের এই বাণিজ্যিক নগরী। বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বিভিন্ন ধরনের দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে মুম্বাই পুলিশের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরো মুম্বাই জুড়েই। এর পাশাপাশি জানানো হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৫২ মিনিট থেকে শহরের বিভিন্ন অংশে আছড়ে পড়তে পারে বড় ঢেউ। এই ঢেউ আনুমানিক ৪.৫৯ মিটার উঁচু হয়ে আছড়ে পড়তে পারে বলে ইতোমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। মুম্বাই সংলগ্ন সমুদ্রের পানি ফুঁসে উঠছে। এর জেরে সমুদ্রে প্রবল জলোচ্ছাসের আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে মুম্বাইয়ে। তবে শহরের বাসিন্দাদের ভয় না পেয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। দুইদিন ধরে মুম্বাইয়ে ব্যাপক বৃষ্টিপাতের পর মঙ্গলবার সকালে একটি দেয়াল ধসে পড়ার ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, পুনেতে একটি দেয়াল ধসে পড়ায় আরও কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতে মালাদ এলাকার শহরতলীর একটি নির্মাণ সাইটেই অধিকাংশ শ্রমিকের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল দুর্বল হয়ে পড়ায় তা ভেঙে পড়েছে। এতে সেখানে থাকা বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ