মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন আঁকার কারণে চাকরি হারালেন কানাডার ফ্রিল্যান্স কার্টুনিস্ট মাইকেল ডি অ্যাডা। অভিবাসন প্রত্যাশী মেক্সিকোর বাবা ও মেয়ের লাশের পাশে ডোনাল্ড ট্রাম্পের গলফ খেলার কার্টুন আঁকেন ডি অ্যাডা। ওই কার্টুনে দেখা যায়, যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী নিহত বাবা মেয়ের নিথর দেহ উপুড় হয়ে নদীর তীরে পানির মধ্যে পড়ে আছে। আর পাশ দিয়ে গলফ খেলতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্টুনের ক্যাপশনে লেখা আছে- ‘আমি যদি খেলি তোমরা কি কিছু মনে করবে?’ এই কার্টুনটি মাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এবিষয়ে মাইকেল ডি অ্যাডা জানান, দক্ষিণ-পূর্ব কানাডার রাজ্যগুলোর প্রধান দৈনিক পত্রিকাগুলোতে তিনি নিয়মিত কার্টুন আঁকতেন। কিন্তু ট্রাম্পের কার্টুন আঁকার পর থেকে তার কোনো কার্টুন আর দৈনিকগুলোতে ছাপা হচ্ছে না। তিনি আরো বলেন, কার্টুনের মানের উচ্চ ও নিম্নতা রয়েছে। আজকে আমি সব পত্রিকা থেকেই বিদায় নিতে বাধ্য হলাম। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।