Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় পৌর কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসুচি

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ৬:০৫ পিএম

মাগুরায় ১২ মাসের বকেয়া বেতন, সরকারি কোষাগার থেকে বেতন ও পেনশনসহ সরকারি সুযোগ সুবিধার দাবীতে মঙ্গলবার দুপুরে অবস্থান কর্মসূচী পালন করেছে পৌর কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সরকারি কোষাগার থেকে পৌর কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতা প্রদান, শতভাগ পেনশন সুবিধা চালু ও বকেয়া বেতনের দাবীতে মাগুরা প্রেসক্লাব এর সামনে এ কর্মসূচী পালন করা হয়। মাগুরা পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলিম মোল্যা। কেন্দ্রীয় সহ সভাপতি আজিজুর রহমান বাদল, মাগুরা পৌরসভার সহকারি প্রকৌশলী মাহবুবুর রহমান, সচিব্ রেজাউল করিম, সংগঠনের জেলা কমিটির সহ সধারণ সম্পাদক শাহিনুর রহমান, কার্যনির্বাহী সদস্য তাসমিন আলী লিলিসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দীর্ঘদিন বেতন না পেয়ে তাদের পারিবারিক জীবনের নানা দূর্ভোগের কথা তুলে ধরেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এক দেশে দুই নীতি বন্ধের দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ