Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরা সীমান্তে গাজা, মদ, ফেন্সিডিলসহ বিভিন্ন মালামাল আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ৩:৪৫ পিএম | আপডেট : ৩:৫৭ পিএম, ২ জুলাই, ২০১৯

সাতক্ষীরা সীমান্ত থেকে গাজা, মদ, ফেন্সিডিলসহ বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২ জুলাই) সকালে এসব মালামাল আটক হলেও কোনো চোরাচালানীকে ধরতে পারেনি বিজিবি।
হিজলদী ক্যাম্পের টহলদল ৩৯ বোতল ভারতীয় মদ, কুশখালি ক্যাম্পের টহল দল দুই কেজি গাজা, কাকডাঙ্গা ক্যাম্পের টহল দল ৯৯ কেজি ভারতীয় চা পাতা এবং বাঁকাল চেকপোস্টের টহল দল মদ, গাজা, ফেন্সিডিল, পাতার বিড়ি ও কসমেটিক সামগ্রী আটক করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, পিবিজিএম, পিএসসি, জি জানান, আটককৃত মালামালের মূল্য ধরা হয়েছে এক লাখ একত্রিশ হাজার তিনশ উনত্রিশ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ