Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের ৪৮ ঘন্টা কর্ম-বিরতি

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ১২:৩৮ পিএম

পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবীতে নেত্রকোনায় ৪৮ ঘন্টা কর্ম-বিরতি পালন করছে পৌর কর্মকর্তা কর্মচারীরা।

বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহবানে নেত্রকোনা জেলা কমিটির উদ্যোগে নেত্রকোনা জেলার ৫টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা তাদের স্বাভাবিক কাজ কর্ম ফেলে রেখে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে কর্মবিরতি পালন করে। ৪৮ ঘন্টা কর্মবিরতি পালন কালে তাদের ন্যায়সঙ্গত দাবী মেনে নেয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি কাজী নুরুন্নবী, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান মামুন, নেত্রকোনা পৌর ইউনিটের সভাপতি মোঃ রফিকুল ইসলাম হাওলাদার মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান টিপু, কেন্দুয়া পৌর ইউনিটের সভাপতি হাবিকুল ইসলাম, মদন পৌরসভার সচিব জাহাঙ্গীর আলম, মোহনগঞ্জ পৌরসভার সচিব শৈবাল চন্দ্র সাহা, মোহনগঞ্জ ইউনিট কমিটির সভাপতি এরশাদুর রহমান, সদস্য সেলিনা আক্তার, দুর্গাপুর পৌর ইউনিটের সভাপতি মোঃ নওশাদ আলম, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, মদন পৌর ইউনিটের সভাপতি মোফাখ্খারুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এ দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল।

অপরদিকে ৪৮ ঘন্টা কর্ম-বিরতি পালন করায় পৌর নাগরিকরা পৌরসভায় এসে কাঙ্খিত সেবা না পাওয়ায় চরম দুর্ভোগের শিকার হন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ