Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কাপ্তান বাজারে বিদেশী বোতলে ভেজাল দেশী মদ’

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

ভ্রাম্যমাণ আদালতে ১ জনের কারাদ- : অন্যজনের জরিমানা
স্টাফ রিপোর্টার : চকচকে বিদেশি বোতল। কিন্তু ভেতরে ভরা হতো ভেজাল দেশি মদ। তিন বছরেরও বেশি সময় ধরে রাজধানীর কাপ্তান বাজারের একটি কারখানায় এভাবে বোতলজাত করা হতো এসব মদ। পরে সেহুলো বিক্রি করা হতো গুলশান, বনানীসহ অভিজাত এলাকায় অবস্থিত হোটেল ও বারগুলোতে। বুধবার দিবাগত রাতে কাপ্তান বাজারের বিসিসি রোডের এরকম ভেজাল মদ তৈরির একটি কারখানায় অভিযান চালায় র‌্যাব-৩-এর ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ভেজাল মদ ও বিদেশি মদের পাঁচ হাজার খালি বোতল। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারখানার মালিক রাসেল গাজীকে দুই বছরের কারাদ- এবং ভবনটির মালিক শাহ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, বিসিসি রোডের একটি চারতলা ভবনের তৃতীয় তলায় মদের কারখানাটি ছিল। এখানে হোমিওপ্যাথির তরল অ্যালকোহল দিয়ে ভেজাল মদ তৈরি করা হতো। মদ তৈরির বোতলগুলো বিদেশি। এগুলো বিভিন্ন বার থেকে একটি সংঘবদ্ধ চক্র সংগ্রহ করত। বিভিন্ন বিদেশি ব্রান্ডের ভদকা, স্কচ, হুইস্কির মোড়ক ঢাকার ছাপাখানায় তৈরি করে মদের বোতলে লাগানো হতো। পরে ভেজাল এসব মদ পাইকারি মূল্যে ৩শ’ থেকে ৫শ’ টাকায় বিক্রি করা হতো। এসব মদ আবার বারগুলোতে চার হাজার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়। বারগুলো থেকে আবার খালি বোতল সংগ্রহ করে ভেজাল মদ ভরা হতো। অভিযান শেষে ভেজাল মদ ফেলে দেওয়া হয়। এ ছাড়া খালি বোতলগুলো সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনে ধ্বংস করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘কাপ্তান বাজারে বিদেশী বোতলে ভেজাল দেশী মদ’
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ