বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইনকিলাব ডেস্ক: দেশের ৯ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। এর মধ্যে ময়মনসিংহের ত্রিশালে মৃত্যু হয়েছে ৩ জনের।
ত্রিশালে ৩জন নিহত
ত্রিশাল উপজেলা সংবাদদাতা ঃ ময়মনসিংহের ত্রিশালে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ২ চালকসহ ৩জন নিহত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) সকাল সোয়া ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাগামারা নামক স্থানে ঢাকা হতে ময়মনসিংহগামী একটি মালবাহী ট্র্াক চাপায় ঘটনাস্থলেই ২জন নিহত হয়েছে। এরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের বাগান গ্রামের ভ্যান চালক লাল মিয়া (৪০) এবং একই গ্রামের সিএনজি চালক মুস্তাফিজুর রহমান (৩২)। অপর এক সড়ক দুর্ঘটনায় ভোর সাড়ে ৪টায় একই মহাসড়কের বইলর মোড়ে মুক্তাছাগার পাইকা গ্রামের জাকির হোসেন গাড়ী মেরামতকালে ট্রাক চাপায় গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
মির্জাপুরে নিহত ২ আহত ১৬
মির্জাপুর উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মা সিএনজি’র সামনে ও ধল্যা সাদিয়া টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ৭ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৪-৭৪৬৯) মহাসড়কের মা সিএনজি পাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশে একটি গাছে ধাক্কা লাগে। ফলে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয় এবং কমপক্ষে ১৫ যাত্রী আহত হন। অপরদিকে রাত তিনটার দিকে মহাসড়কের ধল্যা নামকস্থানে সাদিয়া টেক্সটাইল মিলের সামনে ঢাকাগামী কাঠের গুড়া ভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বস্তায় চাপা পড়ে একজন নিহত ও চালক আহত হন।
লামায় নিহত ২ আহত ৩
লামা (বান্দরবান) উপজেলা সংবাদদাতাঃ লামায় ফাঁসিয়াখালী-লামা সড়কে মিরিঞ্জা নামক স্থানে বুধবার রাত সাড়ে ৭টায় অবৈধ ভাবে পাথর পাচারের সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ ২জন নিহত, এবং ৩ জন আহত হয়েছে। নিহতরা হলেন, কাজল মনি(৬) ও মোক্তার আহমদ(৬০) আহতরা হলেন মোঃ বেলাল(৩৫), সাত্তার (৫৫) এবং মোঃ মালেক (৪২)। সরজমিনে গিয়ে জানা যায়, লামা থেকে চকরিয়া গামী অবৈধ ভাবে পাথর বোঝাইকৃত ট্রাক (নরসিংদী-ড ০২-০০৩৬) মিরিঞ্জা পর্যটন নামক স্থানে ঢালু পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গতিরোধ করতে না পেরে ট্রাকটি রাস্তার পাশের কামাল হোসেনের দোকানের উপর দিয়ে গড়িয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় দোকান মালিক তার পরিবারের সদস্য ও ক্রেতারা দুর্ঘটনার কবলে পড়ে।
ছাগলনাইয়ায় চিকিৎসক নিহত
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : কাভার্ডভ্যান চাপায় ছাগলনাইয়ার অমূল কুমার শর্মা নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর উপজেলার ফাজিলপুর আলীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দোকানে যাওয়ার সময় আলীনগর এলাকায় রাস্তা অতিক্রম করার সময় ফেনীগামী একটি কাভারভ্যান তাকে চাপা দেয়। নিহত অমূল্য কুমার শর্মা ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা।
নরসিংদীতে হতাহত ৪
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : বাস-মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে মামুন খান (৫৫) এবং শাহীন মিয়া (৪৫) নামে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে ফারুক মিয়া (৩০) ও উজ্জল মিয়া (২৫) নামে আরো দুই ব্যক্তি। গতকাল (বৃহস্পতিবার) ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর থানাধীন কারারচর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুন খান মাইক্রোবাসের চালক। তার বাড়ী মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় এবং শাহীন মিয়া একজন যাত্রী। তার বাড়ি নারায়ণঞ্জ সদরে বলে জানা গেছে।
চৌদ্দগ্রাম ফল ব্যবসায়ী নিহত
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মনজুর হোসেন (৩৮) নামের এক ফল ব্যবসায়ী নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। নিহত মনজুর সদর দক্ষিণ উপজেলার পশ্চিম যুক্তিখোলা এলাকার কেটারদুয়ারের মনু মিয়ার পুত্র। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া রাস্তা মাথায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফেনী থেকে ফল নিয়ে একটি লেগুনা সদর দক্ষিণ যাচ্ছিল। পথিমধ্যে চিওড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ফল ব্যবসায়ী মনজুর নিহত হন। আহত হন আরও দুইজন। আহতদের নাম জানা যায়নি।
পাঁচবিবিতে নিহত ১
জয়পুরহাট জেলা সংবাদদাতা জানান, জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচবিবি-হিলি সড়কের আটাপাড়া বিজিবি ক্যাম্পের সামনে গতকাল দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর ২জন আহত হয়েছে।
পুলিশের ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গতকাল সকালে এক মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল নিয়ে ক্যাম্পের পিছনের রাস্তা দিয়ে মেইন রাস্তায় ওঠার সময়, বিপরীত দিক আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল ওই আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচবিবি উপজেলার পাটাবুকা গ্রামের মৃত রেজোয়ানের পুত্র মামুদ (৩২) নিহত হন। অপর দুই গুরুতর আহতরা হলেন জেলার ক্ষেতলাল উপজেলার দেওগ্রাম গ্রামের আকরাম আলীর পুত্র আজাহার আলী (৩০) এবং পাঁচবিবি উপজেলার তবিরপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র বাবু (২৮)।
মানিকছড়িতে প্রতিবন্ধী নিহত
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা জানান, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বালু বোঝাই ট্রাকের চাপায় এক মো. ইউসুফ (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার একসত্যাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর মানিকছড়ি সদর ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকার তাজুল ইসলামের ছেলে। এই ঘটনায় অপর দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের নাম ঠিকানা জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ আহত
বি.বাড়িয়া জেলা সংবাদদাতা জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কে গতকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্ততঃ ২৫ জন আহত হয়েছে। দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার ওই আহরন্দ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও আহত যাত্রীরা জানান, দুপুরে জেলার আশুগঞ্জ গোলচত্বর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস কসবা উপজেলার কুটি যাবার সময় সদর উপজেলার আহরন্দ এলাকায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি সড়কের পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের অন্ততঃ ২৫ জন যাত্রী আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।