বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জোয়ারাধার (টিআরএম-টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালুর দাবি জানিয়েছে ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটি। সোমবার প্রেসক্লাব যশোরে এক সাংবাদ সম্মেলন করে কমিটির নেতৃবৃন্দ এই দাবি জানান।
ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির অভয়নগর মণিরামপুরের আহবায়ক এনামুল হক বাবুল বলেন, কপালিয়া বিলে টিআরএম চালু না হলে এবারও বর্ষা মৌসুমে দুই উপজেলার বিরাট এলাকায় পানিবদ্ধতা হবে। এই অবস্থায় ভবদহ স্লুইসগেট থেকে কাশিমপুর পর্যন্ত ১৭ কিলোমিটার উজানে, লক্ষাইডাঙ্গা পর্যন্ত ১০ কিলোমিটার নদী খনন, পানি নিষ্কাশন পথের সকল বাঁধা অপসারণ এবং আমডাঙ্গা খালের মাধ্যমে পানি নিষ্কাশনের জন্য খাল খনন করেত হবে।
তিনি আরও বলেন, ২০১২ সালে বিল খুকশিয়ায় টিআরএম বন্ধ করে দেয়ায় হরি নদীতে পলি জমে ভরাট হয়ে গেছে। যার ফলে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।