Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাভার্ডভ্যানের নিচে দাবা খেলার সময় পিষ্ট হয়ে ২ জনের মৃত্যু

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : টঙ্গী মিলগেট এলাকায় তালতলা রোডে গতকাল বৃহস্পতিবার কার্ভাডভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন নুরে আলম (৫০) ও বাবু মিয়া (৪৫) । নূরে আলম ঝুট ও বাবু মিয়া ভাঙ্গারির ব্যবসা করেন। পার্কিংরত গাড়ির নিচে দাবা খেলার সময় তারা চাকায় পিষ্ট হন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাস্তার পাশে পার্কিংরত কাভার্ডভ্যানটির (চট্রো মেট্রো-ট-১১-৪৯৭৪) পেছনের অংশের নিচে ছায়ায় বসে দাবা খেলছিলেন নূরে আলম ও বাবু মিয়া। সকাল ১১টায় গাড়িটির চালক এসে ইঞ্জিন চালু দেন। এসময় তারা গাড়ি চলে যাবে কিনা জিজ্ঞেস করেন। প্রতিউত্তরে চালক তাদেরকে জানান খেললে সমস্যা নেই। তিনি আরো পরে গাড়ি ছাড়বেন। কিছুক্ষণ পর চালক হঠৎ গাড়ি পেছনে নিয়ে আবার সামনে টান দেন। এসময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ব্যবসায়ী নূরে আলম ও বাবু মিয়া মারা যান। ঘটনার আকষ্মিকতায় চালক কাভার্ডভ্যান রেখে পালিয়ে যান।
নিহত নুরে আলমের বাড়ি নোয়াখালির রামগঞ্জ থানার রাগতপুর গ্রামে এবং বাবু মিয়ার বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানার মাটিয়ার চর গ্রামে বলে জানা যায়। দুর্ঘটনাস্থলের পাশেই নূরে আলমের ঝুটের গোডাউন রয়েছে। বাবু মিয়া একই এলাকায় ভাঙ্গারি মালের ব্যবসা করতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাভার্ডভ্যানের নিচে দাবা খেলার সময় পিষ্ট হয়ে ২ জনের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ