Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৌরীকে বোরকা পরে নামাজ আদায় করতে বলেছেন শাহরুখ!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ৪:৫৭ পিএম

তারকা দম্পতি শাহরুখ খান ও গৌরী খান। অনেক বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। তাদের সুখের সে সংসারে জন্ম নিয়েছে তিন সন্তান। আরিয়ান, সুহানা ও আব্রাম। শাহরুখ-গৌরী দম্পতি এখন অনেকের কাছেই এক অনন্য উধাহরণও বটে। একটি হিন্দু মেয়েকে বিয়ে করে এতোটা বছর পার করেছেন বলিউড বাদশা! কিন্তু তাদের ভালোবাসায় এতোটুকুও চিড় ধরতে দেখা যায়নি। বরঞ্চ ভালোবাসার নৌকায় চড়ে এক বিশাল সমুদ্র পার করে ফেলেছেন দুজন।
এটা কারো অজানা নয়, তবে প্রশ্ন অন্য খানে। আচ্ছা কখনো কি ধর্ম নিয়ে বিবাদে জড়াননি শাহরুখ-গৌরী? নাকি জড়িয়েছিলেন কিন্তু সেটা প্রকাশ পায়নি। শাহরুখ-গৌরীর পরিবারও কি তাদের এ বিষয়টি নিয়ে কোনো দিন কোনো প্রশ্ন তুলেছিলেন? এমন আরো অনেক প্রশ্নই হয়তো তাদের ভক্তদের মাঝে উকি মারে। সম্প্রতি কিং খানের বহুদিন আগের একটি সাক্ষাৎকার সামনে এসেছে। আর সেই সাক্ষাৎকারে জানা গিয়েছে শাহরুখ এবং গৌরী খানের ধর্ম বিষয়ক মন্তব্য।
বেশ কয়েক বছর আগে শাহরুখ খান একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি নাকি গৌরী খানকে একবার বোরকা পরে নামাজ আদায় করতে বলেছিলেন! আর তাতেই গৌরীর আত্মীয়-স্বজনদের মাঝে সৃষ্টি হয়েছিল এক মিশ্র প্রতিক্রিয়া। বলা হচ্ছে শাহরুখ-গৌরীর বিয়ের রিসেপশন পার্টির কথা। ওই দিন শাহরুখ এবং গৌরীর বিয়ে নিয়ে গৌরী খানের আত্মীয়-স্বজনদের ধারণা ছিল এবার হয়তো গৌরী ইসলাম ধর্ম গ্রহণ করবেন। হয়তো গৌরী নাম থেকে আয়েশা নামে পরিচয় দেবেন নিজেকে।
শাহরুখ খানের ওই সাক্ষাৎকারে জানা যায়, তাদের রিসেপশনের দিন গৌরীর বাবার পরিবারের কয়েকজন আত্মীয়-স্বজন এসেছিল। আর তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন একটা বলছিলেন। আর তখন কিং খান নাকি তাদের সঙ্গে খানিকটা রসিকতায় মজে উঠেছিলেন। ওই আত্মীয়দের ভুল বোঝাতে শাহরুখ গৌরীকে বলে উঠেছিলেন গৌরী তাড়াতাড়ি বোরকা পরে নাও। আমরা এক সঙ্গে নামাজ আদায় করবো। আর তাতেই ওই পাঞ্জবী অতিথিরা অবাক হয়েছিলেন! কিন্তু পরে তারা জানতে পারেন বিষয়টি পুরোপুরিই শাহরুখ খানের একটি মশকরা ছিল।
বিষয়টি নিয়ে ওই সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন, ‘আমার মনে আছে আমাদের রিসেপশনের দিন গৌরীর পরিবারের সবাই উপস্থিত ছিলেন। তাদের পাঞ্জবী কিছু আত্মীয়ও এসেছিলেন। তারা ধারণা করেছিলেন আমি মুসলিম বলে হয়তো গৌরীকেও এই ধর্ম গ্রহণ করতে বাধ্য করবো। হয়তো গৌরীর নামও পরিবর্তন করবো। তারা যেন পাঞ্জবী ভাষায় ফিসফিস করে কি বলা বলি করছিলেন। তাতে আমার মনে হয়েছিল তাদের সঙ্গে একটু রসিকতা করতে পারলে মন্দ হয় না। যে চিন্তা সেই কাজ! আমি ওনাদের সামনে গৌরীকে বোরকা পরে নামাজ আদায় করতে বলেছিলাম। তাতে তারা ভীষণ অবাক হয়েছিলেন।’
শাহরুখ আরো বলেছেন, ‘সত্যিই ওই দিনটির কথা মনে পড়লে আমি নিজের অজান্তেই হেসে ফেলি। কারণ ওই দিনের স্মৃতি আজও আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি ওই দিনটিকে কখনোই ভুলবো না। তবে এটাও সত্যি যে, তাদের বোঝাতে চেয়েছিলাম ভালোবাসার মাঝে ধর্মকে টেনে আনা ঠিক নয়। হয়তো সফলও হয়েছিলাম। হয়তো তারা আর কখনোই এমনটা মনে করবেন না।’

 



 

Show all comments
  • শওকত ৩ জুলাই, ২০১৯, ২:১৬ পিএম says : 2
    তা'হলে কি দু'জন দুই ধর্মেই আছেন?
    Total Reply(0) Reply
  • matiur rahman ৪ জুলাই, ২০১৯, ৮:৫২ এএম says : 1
    শান্তির ধর্রমের নিয়ম মতে উভয় পাপিষ্ঠ
    Total Reply(0) Reply
  • উত্তম ৫ জুলাই, ২০১৯, ১:১৬ পিএম says : 0
    অতি উত্তম ভাবে ইসলাম ধর্মের এডভাইস দিয়ে যাচ্ছেন, যতোই হিংস্র হোক, বোঝাচ্ছেন মহৎ ডেইলি ইন ক্লাব
    Total Reply(0) Reply
  • humayun kabir ৬ জুলাই, ২০১৯, ১১:৩৯ এএম says : 0
    Religion must not no any debate . Thank,s to all.
    Total Reply(0) Reply
  • humayun kabir ৬ জুলাই, ২০১৯, ১২:০৫ পিএম says : 0
    ok
    Total Reply(0) Reply
  • mahbubur rahman babu ৬ জুলাই, ২০১৯, ৫:৩৯ পিএম says : 0
    ORA BOSTU BADI SOMAJER MANUSH ODER KASE DHORMER CHEYE MANOBOTAR MULLO BESHI ORA JANE NA BA BUJHE NA MANBOTA ISLAMER E EKTA PRODHAN ONGSHO
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ৭ জুলাই, ২০১৯, ৫:৪৯ এএম says : 0
    ইসলামের বিধান লংগন করা মহা পাপ। আর মহা পাপ মানি জাহান্নামী।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহরুখ!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ