মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জেরুজালেম বিষয়ক ফিলিস্তিন মন্ত্রী ফাদি আল-হাদমিকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। এই তথ্য নিশ্চিত করে গতকাল রোববার এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানায়, পূর্ব জেরুজালেমের আল-কুদস অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। খবর জিনহুয়া।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বলেন, রোববার ভোরে পূর্ব জেরুজালেমে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় আল হাদমিকে। গ্রেফতারের আগেই তার মোবাইল ফোন জব্দ করে ইসরায়েলি পুলিশ। পূর্ব জেরুজালেমের আল-কুদস অঞ্চলে ফিলিস্তিন কর্তৃপক্ষের কার্যক্রম বৃদ্ধি করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ২৫ জুন চিলির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান পিনেরা ও তার স্ত্রী ফিলিস্তিন কর্মকর্তাদের সাথে আল-আঁকশা মসজিদ ভ্রমণ করার কারণেই হাদমিকে গ্রেফতার করা হয়েছে। ১৯৬৭ সালে ৬ দিনের আরব ইসরায়েল যুদ্ধে আল-কুদস অঞ্চল দখল করে নেয় ইসরায়েল।
এর আগে বৃহস্পতিবার পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এই সময় পুলিশের গুলিতে নিহত হন মোহাম্মদ ওবাইদ নামের ২০ বছরের এক যুবক। তবে ইসরায়েলি পুলিশ এই অভিযোগ অস্বীকার করে বলেন, বিক্ষোভকারীরা পুলিশের ওপর আগুন ছুড়ে মারলে জীবন বাঁচাতে গুলি চালিয়েছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।