Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই ইউনিয়নের শত শত মানুষের সীমাহীন দুর্ভোগ

প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের সীমান্তবর্তী কমলনগর উপজেলার কালকিনি ও চরমার্টিন দুই ইউনিয়নের জনসাধারণের চলাচলের একমাত্র ব্রিজটি ধসে পড়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্থানীয়রা জানায়, কালকিনি ও চরমার্টিন দুই ইউনিয়নের মধ্যবর্তী খালের উপর এডিবি’র অর্থায়নে ২০১১সালে একটি ব্রিজ নির্মাণ করা হয়। নি¤œমান সামগ্রী দিয়ে ব্রিজটি নির্মাণ করায় কয়েক মাসের মাথায় ব্রিজটি ভেঙে যায়। ফলে ওই এলাকার স্কুল, কলেজ, মাদরাসা পড়–য়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোয়াচ্ছে। একটি ব্রিজের অভাবে দু’ইউনিয়নের শত শত মানুষের যোগযোগ প্রায় অচল। স্থানীয়রা গাছ দিয়ে সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে। সাঁকো ভেঙে পড়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে ছাত্রছাত্রীও সাধারণ মানুষ। দু’ইউনিয়নবাসীর যোগাযোগ একমাত্র সেতুবন্ধন ব্রিজটি ধসে পড়ার পর থেকে স্থলে গত পাঁচ বছর ধরে নতুন কালর্ভাট নির্মাণ না হওয়ায় দু’ইউনিয়নের মধ্যে রিক্সা, মোটরসাইকেল, সিএনজিসহ যে কোন যান চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন ব্রিজটি নির্মাণের জন্য প্রকল্প বরাদ্দের সুপারিশ করলেও উপজেলা পরিষদ থেকে বরদ্দ না দেয়ায় ব্রিজটি পুনঃনির্মাণ করা সম্ভব হচ্ছে না বলে স্থানীয়রা জানায়। দুই ইউনিয়নের জনসাধারণের চলাচলের কথা বিবেচনা করে ব্রিজটি দ্রুত পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই ইউনিয়নের শত শত মানুষের সীমাহীন দুর্ভোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ