পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ডিআইজি মিজানকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার শর্তে ঘুষ লেনদেন অভিযোগ অনুসন্ধান দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক দুই পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে কমিটি। তারা হলেন আব্দুল আজিজ ভুইয়া এবং একেএম জায়েদ হোসেন খান। গতকাল রোববার পরিচালক শেখ মো. ফানাফিল্যার নেতৃত্বে গঠিত তিন সদস্যের টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন। টিমের অপর দুই সদস্য হলেন, সহকারি পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান ও সালাউদ্দিন আহমেদ।
গত ২৩ জুন ন্উিজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’ এ প্রকাশিথ ‘লন্ডন প্রবাসী দয়াছের অডিও সংলাপে দুদকের ওরা কারা?’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। তাতে কথোপকথনের অডিও প্রকাশ করা হয়। ঘুষ লেনদেন নিয়ে লন্ডন প্রবাসী আব্দুল দয়াছ, ডিআইজি মিজান ও আজিজ ভূইয়ার মধ্যকার ওই অডিও সংলাপে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদসহ ৬ জনের নাম আলোচিত হয়। এ ঘটনার অনুসন্ধানের সূত্র ধরেই আজিজ ভূইয়া ও জায়েদ হোসেন খানকে জিজ্ঞাসাবাদ করা হলো।
এদিকে দুদক কর্মকর্তাদের ঘুষ গ্রহণ অভিযোগের অনুসন্ধানে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ারকে ‘আপত্তিকর’ ভাষায় চিঠি দেয়ার প্রতিবাদে গতকাল তৃতীয়দিনের মতো মানবন্ধন করেন সাংবাদিকরা। সেগুনবাগিচাস্থ দুদক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিকরা কালো কাপড়ে মুখ বেধে রাখেন। বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দ আপত্তিকর ভাষা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।