Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

‘জয় শ্রীরাম’ না বলায় মুসলিম কিশোরকে বেধড়ক মার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

আবারও যোগীরাজ্যে আক্রমণের শিকার মুসলিম সম্প্রদায়ের কিশোর। ফেজ টুপি পরার ‘অপরাধে’ এবং জোর করে ‘জয় শ্রীরাম’ বলাতে গিয়ে বেধড়ক মারা হল তাকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কিদওয়াই নগরে।
জানা গেছে, শুক্রবার জুমা নামাজ শেষে ১৬ বছরের মুহাম্মদ তাজ যখন বাড়ি ফিরছিলেন, তখনই কিদওয়াই নগরে বাইকে করে বেশ কয়েকজন যুবক এসে তাকে ঘিরে ধরে। এরপরই তাজের ফেজ টুপি খুলে ফেলে দেয়া হয়। জোর করা হয় জয় শ্রীরাম বলার জন্যে।
অসম্মতি জানালে তাজকে ওই যুবকেরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ইতোমধ্যেই বিষয়টি সাড়া ফেলেছে বিভিন্ন দিকে। চাপের মুখে ১৫৩এ ধারায় পুলিশ মামলা রুজু করেছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
উল্লেখ্য, দিন কয়েক আগেই ঝাড়খন্ডে এক মুসলিম যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়। তার আগে তাকে দিয়ে ‘জয় শ্রীরাম’, ‘জয় হনুমান’ বলানো পর্যন্ত হয়। পশ্চিমবঙ্গ রাজ্যেও জয় শ্রীরাম না বলতে চাওয়ায় ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়া হয় এক মাদরাসা শিক্ষককে। গোটা দেশেই আপাতত এই দৃশ্য বারবার দেখা দিচ্ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ