Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমন দিনও দেখতে হয়!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ১২:০৪ এএম

পাখির বাচ্চার মুখে মানুষের টানা সিগারেটের ফেলে দেয়া টুকরো দেখার কথা নয়। বাস্তবে এমনটি হওয়ার কথাও নয়। পাখি কিংবা তার বাচ্চার সিগারেট টানবে তেমনটি ভাবারও কোনো কারণ নেই। অথচ সে ধরনের ঘটনাই ঘটেছে। তবে সিগারেট টানতে নয়। মা পাখি খাবার হিসাবে মুখে সিগারেটের অংশ নিয়ে বাচ্চার মুখে তুলে দিয়েছে। এ নিয়ে হাসি-ঠাট্টা করতেই পারেন। পাখির মাথায় তো আর বুদ্ধি নেই! কিন্তু এ ছবির পেছনের দৃশ্যটা কি চোখে পড়ছে? বর্তমানে বিশে^র পরিবেশ কতটা হুমকির মুখে?

গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কারেন ম্যাসন সেন্ট পিটের সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ দেখলেন, একটি ব্ল্যাক স্কিমার পাখি তার বাচ্চার মুখে কিছু একটা তুলে দিচ্ছে। তিনি ঝটপট ক্যামেরাবন্দি করেন সেই দৃশ্য।

ম্যাসন তখনো জানতেন না, পাখিটি কী খাওয়াচ্ছিল তার বাচ্চাকে। পরে কম্পিউটারে ছবিগুলো দেখেই চোখ কপালে ওঠে তার! সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ ঘটনার দু’টি ছবি শেয়ার করেন। একটিতে মা পাখি বাচ্চাকে খাওয়ানোর। দ্বিতীয়টিতে বাচ্চাটিকে সিগারেটের ফিল্টার মুখে নিয়ে যেতে দেখা যায়। ছবিগুলো দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ছবির সঙ্গে ম্যাসন লিখেছেন, যদি ধূপমান করতেই হয়, দয়া করে এর ফিল্টার ফেলে যাবেন না। সৈকতগুলোকে ছাইদানি না বানিয়ে পরিস্কার করার সময় এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন ওশিন কনজারভেন্সির তথ্যমতে, প্রতি বছর সারাবিশ্বের সমুদ্র সৈকতগুলো থেকে জমা করা ১০টি জিনিসের তালিকায় সবচেয়ে বেশি পাওয়া গেছে সিগারেটের ফিল্টার। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ