Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৭ বছর পর একসঙ্গে আড্ডা দিলেন তারা

অভি মঈনুদ্দীন: | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ১২:০৪ এএম

১৯৯২ সালের মে মাসে মুক্তি পেয়েছিল আজিজুর রহমান পরিচালিত সিনেমা ‘দিল’। এতে জুটি হয়ে অভিনয় করেছিলেন শাবনাজ ও নাঈম। আরও অভিনয় করেছিলেন শবনম, আফসানা মিমি। এটি ছিল মিমির প্রথম সিনেমা। সিনেমাটিতে নাঈম ও মিমি ভাই বোনের চরিত্রে এবং তাদের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শবনম। সিনেমাটি মুক্তির পর দারুণ ব্যবসা সফল হয়েছিলো। তবে সিনেমা মুক্তির ২৭ বছর পেরিয়ে গেলেও শবনম, নাইম, শাবনাজ ও আফসানা মিমি কখনো একসাথে হননি। অবশেষে শাবনাজের আহ্বানে গত শুক্রবার রাতে রাজধানীর উত্তরায় নাঈম শাবনাজের বাসভবনে এক ঘরোয়া আড্ডায় অংশ নেন ‘দিল’র প্রধান চার অভিনয়শিল্পী শবনম, নাইম-শাবনাজ ও আফসানা মিমি। শবনম বলেন, ‘দীর্ঘদিন ধরে নাঈম ও শাবনাজ আমন্ত্রণ জানাচ্ছিল। নানা ব্যস্ততার কারণে সময় বের করা হয়ে উঠছিল না। এবার সময় বের করেন তাদের সঙ্গে মিলিত হতে পেরেছে। তাদের দুই সন্তান নামিরা ও মাহদিয়ার সঙ্গে দেখা হয়েছে। মাহদিয়া গান গেয়ে শুনিয়েছে। আর ফেলে আসা দিনের নানান গল্পে আমরা মেতে উঠেছিলাম। ভাবতেই অবাক লাগে যে জীবন থেকে দিল’র সময় থেকে এখন পর্যন্ত ২৭টি বছর পেরিয়ে গেছে। অনেকদিন পর প্রাণখুলে আড্ডা দিয়ে কী যে ভালো লেগেছে তা ভাষায় প্রকাশের নয়।’ শাবনাজ ও নাঈম বলেন, ‘শবনম আপা আমাদের চলচ্চিত্রের গর্ব। তারসঙ্গে একই সিনেমায় কাজ করতে পেরেছি, এটা আমাদের অর্জন। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, এটাই অনেক বড় পাওয়া।’ আফসানা মিমি বলেন, ‘দিল আমার প্রথম সিনেমা। তাই এই সিনেমার সাথে সম্পৃক্ত সবার সঙ্গেই বলা যায় আমার আবেগজনিত এক সম্পর্ক। দিল আমার হৃদয় থেকে কোনদিনও মুছে যাবেনা।



 

Show all comments
  • Rupom ৩০ জুন, ২০১৯, ৩:০৭ এএম says : 0
    ভালো খবর।
    Total Reply(0) Reply
  • মেহেদী হাসান ৩০ জুন, ২০১৯, ৩:০৮ এএম says : 0
    বুঝি না, এটা কিভাবে আবার নিউজ হয়।
    Total Reply(0) Reply
  • মেহেদী হাসান ৩০ জুন, ২০১৯, ৩:০৮ এএম says : 0
    সকলেই আমার প্রিয় অভিনেতা। একসাথে দেখে ভালো লাগলো।
    Total Reply(0) Reply
  • Mustafizur Rahman ৩০ জুন, ২০১৯, ৩:০৯ এএম says : 0
    এতদিন পর আড্ডা তো খুব আবেগেরও বটে। সাবর জন শুভ কামনা রইলো।
    Total Reply(0) Reply
  • মনিরুজ্জামান ৩০ জুন, ২০১৯, ৯:৪৭ এএম says : 0
    আড্ডা দেন ভালো কথা কিন্তু বাংলা চলচ্চিত্রের জন্য পারলে কিছু করেন
    Total Reply(0) Reply
  • মোঃ শরীফুজ্জামান ৩০ জুন, ২০১৯, ১২:২০ পিএম says : 0
    চাঁদনী ছবি দেখে ভাবতাম ছবির কাহিনীতে চাঁদনী যেমন নামকরা সিঙ্গার হয়েছিল শুধু নায়ককে খুঁজে পাওয়ার জন্য ছবির কাহিনীতে শাবনাজ নামকরা গায়িকা হয়েছিল শুধু নাঈমকে পাওয়ার জন্য গায়িকার খ্যাতি পাওয়ার জন্য নয় ঐ সময় ভাবতাম ছবির মতো শাবনাজ নাঈম যদি একসাতে সংসার করতো কতই না ভালো হতো আমার দর্শক হিসাবে এই ইচ্ছাটাই ওনারা পূরণ করেছেন। তাদের জন্য অনন্ত শুভ কামনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২৭ বছর পর একসঙ্গে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ