প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী ক্রিস্টিন ডেভিস জানিয়েছে ‘ফ্রেন্ডস’ সিরিজের একটি পর্বে অতিথি ভূমিকায় অভিনয় নিয়ে তিনি এতোটাই নার্ভাস হয়ে পড়েছিলেন যে তাকে নিদ্রাহীনতার শিকার হতে হয়। ২০০০ সালে এনবিসির জনপ্রিয় সিটকমটি একটি পর্বে ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ তারকাটি ম্যাট লেব্রাঙ্ক রূপায়িত জোয়ির প্রেমিকা এরিনের ভূমিকায় অভিনয় করেছিলেন। “আমার মনে আছে আমার ঘুম পালিয়েছিল, সে সময় ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ প্রডাকশনে ছিল। কিন্তু এরিনের একটি ছোট একটি চরিত্রে অভিনয়ের আগে আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। এর আংশিক কারণ হল অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হত, আর সিরিজটি এতোটাই বাস্তবানুরূপ আর জনপ্রিয় ছিল যে আমি তাতে মানাতে পারব কিনা বুঝতে পারছিলাম না,” ডেভিস বলেন। তার রসিকতাগুলো গ্রহণযোগ্য হবে কিনা সে ব্যাপারেও তিনি সন্দীহান ছিলেন। “মনে আছে, আমার কৌতুক সঠিক হবে? ম্যাট কি সন্তুষ্ট হবে? আমি কি অন্তঃসারশূন্য হয়ে থাকব? এমন প্রশ্ন জাগত আমার মনে। এমন পরিস্থিতিতে পড়লে যেমন প্রশ্ন মাথায় আসে আরকি। অবশ্যই সে সময় সেগুলোই ছিল বড় প্রশ্ন,” তিনি বলেন। ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ সিরিজে (১৯৯৮-২০০৪) শার্লটের ভূমিকায় অভিনয় করে ক্রিস্টিন ডেভিস জনপ্রিয়তা লাভ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।