Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুনেতে দেয়াল ধসে নিহত ১৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ১২:০৪ এএম

ভারী বৃষ্টিপাতের পর ভারতের পুনেতে একটি আবাসিক ভবনের পাশের একটি দেয়ালের ধসে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে। শনিবার ভোরে এই ঘটনায় নিহতদের মধ্যে চার শিশু ও এক নারী রয়েছেন। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে বেশ কয়েকটি গাড়ি ধ্বংসস্তূপের মধ্যে পড়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, একটি আবাসিক ভবনের পাশে একটি দেয়াল ধসে শ্রমিকদের জন্য নির্মিত খুপড়ি ঘরের ওপরে পড়লে এসব হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার থেকে ভারতের পুনেতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবারও তা অব্যাহত থাকে। শুক্রবার রাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শহরটিতে ৭৩ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২০১০ সালের পর জুন মাসে এই পরিমাণ বৃষ্টিপাত শহরটিতে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। ভারী বৃষ্টিপাতের মধ্যে রাত দুইটা নাগাদ পুনের কোন্ধা এলাকায় দেয়াল ধসে পড়ে বলে জানিয়েছেন সেখানকার এক কর্মকর্তা। ঘটনার পর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এনডিআরএফ) ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। সম্ভাব্য আটকে পড়া ব্যক্তিদের খোঁজেও চলছে তল্লাশি। আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুনের জেলা কালেক্টর নাভাল কিশোর রাম বলেছেন, ‘ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে পড়েছে। এই ঘটনার পর নির্মাণ প্রতিষ্ঠানের অবহেলার বিষয়টিও সামনে আসছে। ১৫ জন মানুষ মারা যাওয়া সামান্য ব্যাপার না। নিহতদের বেশিরভাগই বিহার ও পশ্চিমবঙ্গ থেকে আসা শ্রমিক। সরকার হতাহতদের সহায়তা দেবে’। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ