Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কফিনে কফি খাওয়ার সুযোগ ক্যাফে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ১২:০৪ এএম

ক্রেতাদের আকৃষ্ট ও মৃত্যুকে উপলব্ধি করাতে অভিনব কৌশল অবলম্বন করেছে একটি ক্যাফে। ক্যাফেটিতে আসা ক্রেতারা চাইলে কফিনে শুয়ে কফি ছাড়াও তাদের পছন্দের সামগ্রী কিনে খেতে পারেন। এই ক্যাফেটির অবস্থান থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য ক্যাফেটিতে বিভিন্ন সাজ-সজ্জ্রা ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে কফিনগুলোতে রয়েছে নানা ধরণের পানীয় যা ক্রেতাদের ভিতরে সময় অতিবাহিত করতে সাহায্য করে। তবে ক্যাফের মালিক ভিরানূত রোজানপ্রপা বলেন, ক্যাফেটির এমন পরিকল্পনার উদ্দেশ্য হল, গ্রাহকরা যেন তাদের জীবনের প্রকৃত মানে বুঝতে পারে। তিনি আরো বলেন, আমাদের মূল লক্ষ্য ক্রেতাদের মৃত্যু উপলব্ধি সম্পর্কে অনুভব করানো। রোজানপ্রপা বলেন, যখন কফিনের ঢাকনা বন্ধ হয়ে যায়, তখন তাদের সকল বাহ্যিক আশা,আকাক্সক্ষা,চাহিদা শেষ হবে এবং তারা বুঝতে পারবে যে অবশেষে তারা তাদের সঙ্গে কিছু নিতে পারবে না।’ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিই ক্যাফেটির একমাত্র উদ্দেশ্য বলে ওই মালিক উল্লেখ করেন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ