Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের তিনটি পত্রিকা গ্রুপকে সরকারি বিজ্ঞাপন বন্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ১২:০৪ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার অন্তত তিনটি বড় ধরনের সংবাদপত্র গ্রুপকে বিজ্ঞাপন দেয়া বন্ধ করে দিয়েছে। গ্রুপগুলোর নির্বাহী ও বিরোধী দলগুলো বলছে যে সরকারবিরোধী প্রতিবেদন প্রকাশের প্রতিশোধ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে। সমালোচকরা বলছেন যে, ২০১৪ সালে মোদি ক্ষমতা গ্রহণের পর থেকেই ভারতে স্বাধীন সংবাদপত্রের উপর হামলা শুরু হয়েছে। সরকারের সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের জন্য সংবাদিদের ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই তিনটি সংবাদপত্র গ্রুপের মাসিক পাঠক সংখ্যা ২৬ মিলিয়নের উপরে। এসব গ্রুপকে সরকারি বিজ্ঞাপন দেয়া বন্ধ হয়েছে গত মাসে বিপুল বিজয়ের মধ্য দিয়ে ক্ষমতায় ফিরে আসার আগ থেকেই। টাইমস অব ইন্ডিয়া, ইকনমিক টাইমসহ বেশ কয়েকটি পত্রিকার মালিক বেনেট, কোলম্যান এন্ড কোম্পানির নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাহী বলেন, বিজ্ঞাপন বন্ধ করে দেয়া হয়েছে। কিছু রিপোর্টে সরকার খুশি হতে পারেনি। তাই এটা করা হয়েছে বলে মনে হয়। তিনি জানান যে এই গ্রুপের ১৫% বিজ্ঞাপন আসতো সরকারের কাছ থেকে। দি টেলিগ্রাফের প্রকাশক এবিপি গ্রুপ। পত্রিকাটি নিরাপত্তা থেকে বেকারত্ব পর্যন্ত মোদির সব কাজের সমালোচনা করার জন্য সুপিরিচিত। গত ছয় মাসে তাদেরও বিজ্ঞাপন ১৫% কমে গেছে। বিশ্ব স্বাধীন গণমাধ্যম সূচকে ১৮০টি দেশের মধ্যে ২০১৯ সালে ভারতের অবস্থান ছিলো ১৪০তম, যা আফগানিস্তান, মিয়ানমার ও ফিলিপাইনের মতো দেশগুলোরও পেছনে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ