Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ কেজি সোনা পেয়ে ফেরত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ১২:০৪ এএম

পেশায় একজন ক্লিনার বা পরিষ্কার কর্মী। পরিষ্কার কর্মী হিসেবে যা বেতন পান তা দিয়েই সংসার চালান। একদিন হুট করে কাজ করতে গিয়ে এক পার্কিং এলাকায় একটি ব্যাগ খুঁজে পান। ব্যাগ খুলে দেখেন ১৫ কেজি সোনা। তবে এত সোনা দেখেও লোভ করেননি, ফেরত দিয়ে আসেন। এই ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তাহের আলি মকবুল নামে ওই পরিষ্কার কর্মী আল সাবখা পার্কিং এলাকায় একটি ব্যাগে রাখা ১৫ কেজি সোনা পান। এর মূল্য দুবাইতে বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকার বেশি। ১৫ কেজি সোনা পাওয়ার পর তাহের আলি ওই এলাকার সড়ক ও পরিবহন কর্তৃপক্ষকে বিষয়টি জানান ও ব্যাগসহ সোনা ফেরত দেন। তাহের আলির এমন সততার দুবাই’র সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয়। খালিজ টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ