প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : চার বছর পর দেশে ফিরেই একের পর এক নাটকে অভিনয় শুরু করেছেন মোনালিসা। এবারের ঈদের জন্য নির্মিত ৮টি নাটকে ইতোমধ্যে অভিনয় করেছেন তিনি। আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করবেন বলে জানা যায়। সব মিলিয়ে এবার ঈদে মোনালিসা অভিনীত প্রায় ডজন খানেক নাটক দেখা যাবে। সম্প্রতি শুটিং শেষ করেছেন নির্মাতা সাগর জাহানের অ্যাভারেজ আসলাম নাটকের। এতে পুরান ঢাকার তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সহশিল্পী হিসেবে আছেন অভিনেতা মোশাররফ করিম। সাজিন আহমেদ বাবুর ডিড সোলায়মান নামে আরেকটি নাটকের শুটিং শেষ করেছেন। তার সহশিল্পী হিসেবে থাকছেন মোশাররফ করিম। রায়হান জুয়েলেরর চিরকুট নামে আরেকটি নাটকেও অভিনয় করেছেন। নাটকটির প্রযোজনা করেছেন মাহফুজ আহমেদ। নাটকের তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এছাড়া এস এ হক অলিকের নাম ঠিক না হওয়া আরেকটি নাটকেও অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে থাকছেন সজল ও আনিসুর রহমান মিলন। অনন্য ইমনের ফিনিক্স ফ্লাই নাটকের শুটিং করেছেন মোনালিসা। এতে সহশিল্পী হিসেবে আছেন অভিনেতা আবদুন নূর সজল। মোনালিসা জানান, গতবারের ঈদে আমি ছোটপর্দায় ছিলাম না। এবার আটটির মতো নাটকে থাকছি আমি। বিষয়টা আমার কাছে বেশ আনন্দের। ঈদে অনেক নাটকের অফার পেলেও বেছে বেছে কাজ করছি। আমার কাছে মনে হচ্ছে সব নাটকের স্টোরিগুলো একই রকম। একটি থেকে আরেকটি আলাদা করা মুশকিল। সে কারণেই গড়পরতা কাজ করছি না। তিনি জানান, এবারের নাটকগুলোকে কোনটিতে আমি পুরান ঢাকার মেয়ে, কোনটিতে তোতলা আবার কোনটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চরিত্রে যতটুকু ভ্যারিয়েশন রাখান সম্ভব রাখার চেষ্টা করেছি। আরও কয়েকজন নির্মাতার সঙ্গে কথাবার্তা চলছে। স্ক্রিপ্ট পছন্দ হলে এ সপ্তাহের মধ্যেই কনফার্ম করবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।