Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতের নির্দেশ অমান্য করে বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও লক্ষাধিক টাকার গাছ কেটে জমি দখলের অভিযোগ

প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

উজিরপুর (বরিশাল) উপজেলা সংবাদদাতা : আদালতের নির্দেশ অমান্য করে দৈনিক ইনকিলাবের উজিরপুর উপজেলা সংবাদদাতা সৈয়দ নাজমুল ইসলামের ক্রয়কৃত বসতঘর, গাছ-পালা কেটে ও দোকান ঘর ভেঙ্গে লুট-পাট করে জমি দখল করে নিয়েছে ভূমিদস্যুরা। ঘটনাটি ঘটেছে গুঠিয়ার সীমান্তবর্তী দারোগার হাটে। ব্যাবসা প্রতিষ্ঠান থেকে নাজমুলের বাড়ি ৬ কিঃ মিঃ দূরে। ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর রাতে ফারুক-বিলকিসের নেতৃত্বে এক দল সন্ত্রাসী সাংবাদিক নাজমুলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় তারা দোকানঘর ভেঙে মালা-মাল লুট ও গাছপালা কেটে জমি দখলে নেয়। সংবাদ শুনে সাংবাদিক নাজমুল ঘটনাস্থালে গিয়ে বাজার কমিটির সভাপতিসহ লোকজন নিয়ে বাধা দিলে ফারুক-বিলকিস তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে নাজমুলকে হত্যাসহ নানা প্রকার মামলা দেয়ারও হুমকি দেয়। প্রতিকার পেতে নাজমুল বরিশালের পুলিশ সুপারসহ বিমান বন্দর থানায় একাধিকবার আবেদন করেও কোন প্রতিকার পায়নি। এ কারণে ফারুক-বিলকিসের নেতৃত্বে সন্ত্রাসীরা আবার গত বছরের ২৩ ডিসেম্বর কাঠমিস্ত্রী নিয়ে ভেঙে নেয়া দোকানের খালি জায়গায় একটি দোকান তোলার চেষ্টা করে। বিষয়টি নাজমুল বিমান বন্দর থানাকে অবহিত করলে পুলিশ এসে ঘরে তালা বন্ধ করে দেয়। পরের দিন ২৪ ডিসেম্বর এ ব্যাপারে নাজমুল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আদালত বিরোধীয় ভূমিতে কোন প্রকার ঘর নির্মাণসহ অন্য কিছু যাতে করতে না পারে সে মতো ব্যাবস্থা গ্রহণের জন্য বিমান বন্দর থানাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশ পেয়ে গত বছরের ২৫ ডিসেম্বর বিমান বন্দর থানার এ এস আই অতুল দাস এই মর্মে নোটিশ প্রদান করেন। নোটিশ পাওয়ার পরও ফারুক-বিলকিস গং আদালতের আদেশ অমান্য করে গত ১ জানুয়ারি উক্ত জায়গায় একটি দোকান ঘর নির্মাণ করেন। এ বিষয় মধ্যস্ততাকারি বাবুগঞ্জ উপজেলা আ.লীগের প্রবীণ নেতা সরদার মজিবুর রহমান, বাবুগঞ্জ উপজেলার বিএনপি’র সাবেক সহ সম্পাদক কাজী নজরুল ইসলাম মিরন, গুঠিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি আঃ সত্তার মোল্লা, সহ সভাপতি (সাবেক) মো. আতাহার আলী মেম্বর, মো. মিজানুল ইসলাম খোকন, হাট কমিটির সভাপতি আব্দুল খান, দিলিপ কুমার মন্ডল, বিপুল চন্দ্র দাস বলেন, পুলিশ সুপারের নির্দেশে থানার মাধ্যমে আমরা উভয় পক্ষের মানা শালীস, দলীলপত্র দেখে পর্যালোচনা করে এক মত হয়ে যে সিদ্ধান্ত দিয়েছি তা নাজমুল মানলেও বিলকিস গং মেনে না নিয়ে এবং আদালতের নির্দেশ অমান্য করে নাজমুলের ক্রয়কৃত জমি, বসতঘর, দোকান ও গাছ-পালা দখল করে নেয় ও জমিতে পুকুর তৈরি করে। এ বিষয় বিলকিসের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমির আমরা যে দাম বলেছি তার চেয়ে বেশি দাম দিয়ে না কিনলে জমিটি আমরা কিনতে পারতাম। কিভাবে জমি ভোগ করে তা ওকে দেখিয়ে দিব। এ ব্যাপারে ফারুক বলেন, কিছু টাকা নিয়ে জমিটি আমাদের দিতে বলেন। তা ছাড়া এতো সহজে জমি ভোগ করতে পারবে না। ভুক্তভোগী সাংবাদিক সৈয়দ নাজমুল ইসলাম জানান, ২০১১ সালে দারোগার হাট এরিয়ায় মালিকানা একটি বসতঘর ও দোকান ঘর, কিছু গাছসহ (খতিয়ান নং ১২৮৫, ১২৮৬, ১২৮৮, দাগ নং ৫, ৬, ৭, ২৮, দলিল নং ১১৮০) এক খ- জমি ক্রয় করি। বিলকিস-ফারুক জমিটি কিনতে না পেরে সেই থেকে বিলকিস তার দল-বল নিয়ে অবৈধভাবে দখল করে নেয়। আমার ক্রয়কৃত বসত ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, গাছ-পালা ভেঙে দোকানের খালি জায়গায় ঘর তোলে ও মাটি কেটে পুকুর তৈরি করে। বাধা দিলে নারী নির্যাতনসহ বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দিয়ে আসছে। প্রতিকার পেতে একাধিকবার পুলিশ সুপারের মাধ্যমে বিমান বন্দর থানা স্মরণাপন্ন হলেও বিলকিস-ফারুক সামাজিকভাবে মীমাংসার মুসলেকা দিয়েও প্রশাসনকে ধোঁকা দিয়ে তাদের দলবল নিয়ে সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছে। অনুপায় হয়ে গত বছরের ২৪ ডিসেম্বর বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করি। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালতের নির্দেশ অমান্য করে বসতঘর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ