মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের আলাবামায় পেটে গুলিবিদ্ধ হয়ে ভ্রুণ নষ্ট হয়ে যায় ২৭ বছরের মার্শে জোনসের। গত ডিসেম্বরে এ ঘটনায় তার পেটে গুলি করা ব্যক্তি মুক্তি পেয়ে গেলেও নরহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন জোনস। ঘটনাটির তদন্তের দায়িত্বে থাকা প্লেজান্ট গ্রোভ পুলিশের লেফটেন্যান্ট ড্যানি রেইড বলেন, তদন্তে দেখা গেছে, এই ঘটনায় একমাত্র সত্যিকারের শিকার হচ্ছে ওই জন্ম না নেয়া শিশুটি। তার মা অযাচিত কারণে ঝগড়া শুরু করে ও অব্যাহত রাখে। ফলস্বরূপ মারা যায় তার নিজের সন্তান। খবর দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়, পাঁচ মাসের প্রসূতি থাকাকালীন সময় গুলিবিদ্ধ হন জোনস। গত ডিসেম্বরে ব্রিমিংহামের প্লেজান্ট গ্রোভ এলাকার এক দোকানের বাইরে ঝগড়ার সূত্র ধরে তাকে গুলি করেন অপর এক নারী। এ ঘটনায় তিনি বেঁচে গেলেও মারা যায় তার গর্ভে থাকা পাঁচ মাসের সন্তান। গত বুধবার স্থানীয় জেফারসন কাউন্টির এক গ্র্যান্ড জুরি তাকে নরহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। তার মুচলেকা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ডলার। কিন্তু যে নারী তাকে গুলি করেছেন, তিনি খালাস পেয়ে গেছেন।
এই ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, আলাবামার কট্টর গর্ভপাতবিরোধী আইন এখন গর্ভবতী নারীদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে আলাবামার গভর্নর ক্যা আইভি নতুন একটি গর্ভপাতবিরোধী আইনের অনুমোদন দেন। ওই আইন অনুসারে, ধর্ষণ, ব্যভিচারসহ প্রায় সব পরিস্থিতিতেই গর্ভপাত নিষিদ্ধ করা হয়। এ ছাড়া, আলাবামায় ‘স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ড’ নীতি মেনে চলা রাজ্য। অর্থাৎ, যথাযথ কারণ থাকলে কোনো ব্যক্তি নিজেকে রক্ষা করতে শারীরিক শক্তি প্রয়োগ করতে পারবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।