Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অ্যাপলকে বাই বাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল আইফোন নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাপলের চাকরি ছেড়ে দিচ্ছেন মূল ডিজাইনার স্যার জনি আইভ। ‘লাভফ্রম’ নামে নিজের একটি ফার্ম প্রতিষ্ঠা করতেই অ্যাপলের চাকরি ছেড়ে দিচ্ছেন জনি আইভ। বিবিসি নিউজ।
স্যার জনাথন (জনি আইভ) ১৯৯৬ সালে অ্যাপল কোম্পানিতে যোগ দিয়েছিলেন। বিংশ শতাব্দীর শেষ দশকে অ্যাপল কোম্পানির চরম দুর্দিনে এই কোম্পানিতে যোগ দিয়েছিলেন জনি আইভ। যোগদানের পর কোম্পানিকে টেনে তুলতে নতুন ডিজাইনের আইম্যাক ডিজাইন করেন জনি আইভ। এরপর আর পিছু ফিরে তাকাতে হয় নি। এরই ধারাবাহিকতায় জনি আইভের হাত ধরে বাজারে আসে আইপড, আইফোন, ম্যাকবুক এয়ার, আইপ্যাড, অ্যাপল ওয়াচ, এয়ারপডস। প্রায় দীর্ঘ ত্রিশ বছর অ্যাপলের সাথে কাজ করে এই বছরের শেষ নাগাদ অ্যাপল ছাড়বেন জনি আইভ।
বিদায়ের খবর জানাতে আয়োজিত এক সংবাদ বিবৃতিতে জনি আইভ বলেন, ত্রিশ বছর অসংখ্য প্রজেক্ট নিয়ে কাজ করার পর একটি চমৎকার ডিজাইন টিম, প্রক্রিয়া এবং ডিজাইনের একটি কালচার তৈরি করতে পেরে আমি গর্বিত। এটাই উপযুক্ত সময় অ্যাপল ছেড়ে দেওয়ার এবং পরিবর্তিত হওয়ার।
নিজের প্রতিষ্ঠান ‘লাভফ্রম’ সম্পর্কে খুব অল্প কিছুই বলেছেন জনি আইভ। ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠানটি বিশেষ প্রযুক্তি নিয়ে ক্রিয়েটিভ ফার্ম হিসেবে কাজ শুরু করবে। এই ফার্ম পরিচালনায় সাহায্য করবেন জনি আইভের আরেক সহকর্মী মার্ক নিউসন। এই ফার্মটির প্রথম গ্রাহক হতে যাচ্ছে অ্যাপল নিজেই। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ