Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জম্মুর বুদগামে একজনকে হত্যা

পিকনিক বাস খাদে পড়ে ১১ শিক্ষার্থী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর। শুক্রবার সকালে এক স্বাধীনতাকামীকে হত্যা করল ভারতীয় সেনারা। জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার ক্রালপোরা এলাকায় এ হত্যাকান্ড ঘটে। সূত্রের খবর দুই থেকে তিনজন এখনও ওই এলাকায় লুকিয়ে রয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। তল্লাশি অভিযান চলছে। গোপন সূত্রে খবর পেয়ে বুদগাম এলাকায় তল্লাশি করতে শুরু করে ভারতীয় সেনা। এদিকে, বুধবার ভোর থেকেই পুলওয়ামায় ফের শুরু হয় লড়াই। পুলওয়ামার ত্রাল এলাকার নাগবালের জঙ্গলে আধা সামরিক সেনা সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপরেশন টিমের সদস্যরা অভিযান চালাতে শুরু করে। এর আগে খবরে বলা হয়, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বৃহস্পতিবার একটি পিকনিক মিনিবাস খাদে পড়ে অন্তত ১১ শিক্ষার্থী নিহত এবং সাতজন আহত হয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলের শপিয়ান শহরের কাছে আঁকাবাঁকা পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ছিটকে খাদে গিয়ে পড়ে। নিহতদের মধ্যে নয় জন ছাত্রী ও দুই জন ছাত্র। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শ্রীনগরের সৌরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার শিকার শিক্ষার্থীরা একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী। জম্মু ও কাশ্মীরের পুঞ্চের ডেপুটি পুলিশ কমিশনার রাহুল যাদব জানান, গাড়িটির অতিরিক্ত গতি থাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রথমে গাড়িটি রোড ডিভাইডারে গিয়ে ধাক্কা দেয় এবং পরে সেটি খাদে পড়ে যায়। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ