Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাখির ধাক্কায় জাগুয়ার বিকল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

পাখির সঙ্গে ধাক্কা লেগে এক ভারতীয় যুদ্ধবিমান দ্রæত অবতরণ করেছে পাঞ্জাবের একটি বিমানঘাঁটিতে। উপস্থিত বুদ্ধি আর তৎপরতায় একইসঙ্গে বিমান আর নিজের প্রাণ রক্ষা করেছেন পাইলট। বৃহস্পতিবার সকালে পাঞ্জাবের অম্বালায় বিমানবাহিনীর বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করে যুদ্ধবিমান জাগুয়ার। বিমানবাহিনী সূত্রে বলা হয়, বিমানঘাঁটি থেকে মহড়ার জন্য রওনা দিয়েছিলেন ওই বিমানচালক। ওড়ার কিছুক্ষণের মধ্যেই আচমকা পাখির সঙ্গে ধাক্কা লাগতে বিমানের দুটি ইঞ্জিনের একটি বিগড়ে যায়। তণক্ষণাৎ পাইলট বিমানের জ্বালানি ট্যাঙ্ক, গুদামঘর এবং ১০ কেজি অনুশীলনে ব্যবহৃত বোমা বিমান থেকে খালি করে আরো উঁচুতে নিয়ে যান বিমানটিকে। তারপর নিরাপদে বিমান অবতরণ করান। অম্বালার ডেপুটি পুলিস কমিশনার রজনীশ কুমারও জানান, ওই যুদ্ধবিমানের বেশ কিছু সরঞ্জাম শহরের ভিতর পড়েছিল। পরে সেগুলি উদ্ধার করে নিয়ে যায় বিমানসেনা। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে বিমানবাহিনী। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ