Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাসী হামলা রুখে দিয়েছে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া প্রদেশের কৌশলগত হেমেইমিম বিমানঘাঁটিতে উগ্র সন্ত্রাসীদের হামলা প্রতিহত করেছে রাশিয়ার সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে ওই হামলা প্রতিহত করা হয়। ঘাঁটিটি ২০১৪ সাল থেকে রাশিয়া ব্যবহার করে আসছে। রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তৎপর সন্ত্রাসীরা ২৬ জুন দুটি ড্রোনের সাহায্যে বিমানঘাঁটিতে হামলার চেষ্টা করে তবে রুশ সেনারা দুটি ড্রোনই ধ্বংস করে দেয়। ইদলিবে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে; তা সত্তে¡ও সেখান থেকে সন্ত্রাসীরা মাঝেমধ্যেই হেমেইমিম বিমানঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালায়। এর আগে, ২০ মে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শাম রাত ৮টার দিকে হেমেইমিম বিমানঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়ে কিন্তু রুশ সেনারা সেসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয়। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ