Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

পাপুয়া নিউগিনিতে অগ্ন্যুৎপাত স্পেনে ভয়াবহ দাবানল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ইউরোপের কয়েকটি অংশে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় তীব্র তাপপ্রবাহে সৃষ্ট ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনের কাতালুনিয়া অঞ্চল। আগুন নেভাতে সংগ্রাম করছে শত শত অগ্নি নির্বাপণকর্মী। এ অঞ্চলে গত ২০ বছরের মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক দাবানল এবং তা দ্রæত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। বিবিসি জানায়, কাতালুনিয়ার উপকূলীয় নগরী টারাগোনা থেকে ৮০ কিলোমিটার দূরের লা টোরে ডে এসপানিয়োল শহরের কাছে এ দাবানলে অন্তত চার হাজার হেক্টর (১০ হাজার একর) বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানলের কারণে ৩০ জনকে সরিয়ে নেওয়া ছাড়াও বন্ধ করে দেওয়া হয়েছে পাঁচটি সড়ক। কর্মকর্তারা বলছেন, ২০ হাজার হেক্টর বনাঞ্চলও আগুনের করাল গ্রাসে চলে যেতে পারে। আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী মিকুয়েল বুচ কাতালান বেতারে বলেছেন, ওই এলাকায় একটি খামারে গাদাগাদি করে রাখা সার গরমে উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটে এবং অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে সম্ভবত এ দাবানল সৃষ্টি হয়েছে। স্পেনের পূর্ব ও মধ্যাঞ্চলের মোট ১১টি প্রদেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। উত্তর-পূর্ব এলাকার কোনো কোনো অংশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। অপর দিকে, পাপুয়া নিউগিনির মাউন্ট উলাউন পর্বতের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ছাই, লাভা ও ধোঁয়ার উদগিরণ শুরু হওয়ায় ওই এলাকার প্রায় পাঁচ হাজার লোক স্থান ত্যাগে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বিশ্বের ভয়াবহ আগ্নেয়গিরির একটি মাউন্ট উলাউন। এই আগ্নেয়গিরি থেকে বুধবার উদগীরণ শুরু হয়। প্রাদেশিক রাজধানী কিম্বে আগ্নেয়গিরির কাছাকাছি হওয়ায় এখানকার বাড়িঘর ও রাস্তায় ছাই ছড়িয়ে পড়ছে। আগ্নেয়গিরি থেকে উদগীরণ হওয়া ছাই বাতাসের ১৩ কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্বে উঠে তা চারপাশে ছড়াচ্ছে। ছাইয়ের কারণে নানা ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়ায় এ বিষয়ে লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ