Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

মাদকবিরোধী মিছিলে মাতাল পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মাদকের ভয়াবহতা সম্পর্কে জানাতে আয়োজন করা হয় সচেতনতা মূলক প্রচার র‌্যালি। আর সেই মিছিলেই থানার ইন-চার্জ পুলিশ (আইসি) হাজির হয়েছেন ‘মাতাল’ অবস্থায়। টলতে টলতে দিয়েছেন বক্তৃতা। এই ঘটনা ঘটেছে ভারতে পশ্চিমবঙ্গে। আইসি-র এমন কান্ড দেখে চোখ কপালে ওঠে মিছিলে অংশগ্রহণকারীদের। শেষে পরিস্থিতি সামাল দিতে, আইসি-কে বাড়ি পাঠিয়ে দেন উপস্থিত পুলিশ কর্তারা। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পুলিশের তরফে গত বুধবার মাদকবিরোধী সচেতনতার প্রচারের জন্যে সোনারপুর থেকে বৈকণ্ঠপুর পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়েছিলেন। হাজির ছিলেন বারুইপুর পুলিশ জেলার সুপার রশিদমুনির খান, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুও। অভিযোগ, ওই মিছিলে সোনারপুর থানার আইসি অসিতবরণ কুইল্যা মাতাল অবস্থায় হাঁটছিলেন। প্রথম থেকেই অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। একটা সময়ে মাইক্রোফোন হাতে বক্তৃতা দেন। অবস্থা বেগতিক এর পর ওই পুলিশ কর্মকর্তাকে বাড়ি যেতে বলা হয়। পুলিশ সুপার রশিদ মুনির খান বলেন, ‘ওই পুলিশ অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।’ সেখানকার পুলিশ সূত্রের খবরে বলা হয়েছে, অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ