রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পঞ্চগড় জেলা সংবাদদাতা : পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়ন ভূমি অফিসে খারিজ প্রদানের নামে হাজার হাজার টাকার উৎকোচ বাণিজ্যের অভিযোগ। ওই ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. নুর ইসলাম ভূমি মালিকদের নিকট হতে জমির খারিজসহ জমা-জমির কাজে হাজার হাজার টাকা উৎকোচ আদায় করে আসছে বলে অভিযোগ উঠেছে। একটি খারিজে সরকারের নির্ধারিত ফ্রি ১১৫০ টাকা হলে তিনি সর্বনি¤œ ৩ হাজার থেকে চার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ওই অফিস সূত্রে জানা গেছে, মো. নুর ইসলাম হাড়িভাসা ভূমি অফিসে গত ২৫/০৩/১৪ইং সালে যোগদান করেন। এরপর শুধুমাত্র ২০১৫ইং সালের জুন হতে ডিসেম্বর পর্যন্ত এই ছয় মাসে ১০৩টি খারিজ করেছেন। এতে দেখা যায়, তিনি শুধুমাত্র ওই ১০৩টি খারিজে ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। পাশাপাশি পূর্বের মাসগুলিতে তিনি এর দ্বিগুণ উৎকোচ হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে। এভাবে বছরে ভূমি মালিকদের নিকট থেকে নানা কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। ভূমির মালিকরা এতে হয়রানি ও হচ্ছে। এ ব্যাপারে তার সাথে কথা বললে, তিনি বলেন, আমি খারিজ করি না। আমি এ টাকা নিলে একা খাই না। কি লিখবেন লেখেন। এদিকে এলাকাবাসী জানায়, ওই অফিসের সদ্য বদলি হওয়া অফিস পিয়ন মোছাঃ মনোয়ারা বেগম দালালদের নিকট হতে এসব খারিজের কাগজপত্র সংগ্রহ করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। কিছু কিছু ভূমি অফিসে দালালদের উৎপাত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।