বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা র্যাব-১২ সিপিসি-২, অভিযান চালিয়ে ভেজাল মাঠা তৈরীকারী মামলার এক আসামীকে ভারতীয় রপিসহ আটক করেছেন। আটকৃত ব্যক্তির নাম দুলাল ঘোষ (৪০)। সে সুজানগর উপজেলার নন্দিতাপাড়ার মৃত- অজিত ঘোষের পুত্র। গত ২৭ জুন বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ একটি দল শহরের এ,আর কর্ণার মার্কেট এলাকা থেকে দুলাল ঘোষকে গ্রেফতার করে। পাবনা র্যাব-১২ পাবনার কোম্পানী ভারপ্রাপ্ত কমান্ডার এস. এম. জামিল আহমেদ জানান, গ্রেফতারকৃত দুলাল ঘোষের কাছ থেকে নগদ চার লাখ সাত হাজার চারশত ত্রিশ টাকা দেশীয় এবং ৩৪০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
২০ জুন পাবনার সুজানগর নন্দিতাপাড়ার অভিযান চালিয়ে ভেজাল মাঠা তৈরী সরঞ্জমাদিসহ ২ জনকে আটক করে র্যাব । দুলাল ঘোষ ঐ মামলার ৩ নং এজাহার নামীয় পলাতক আসামী ছিল।
প্রায় এক সপ্তাহ ধরে পুলিশ ও র্যাবের গোয়েন্দারা তাকে ধরতে বিভিন্ন স্থানে নজদারি জোরদার করে। গত ২৭ জুন পাবনা শহরের হার্ট অব দ্যা টাউনের এ আর কর্ণার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করতে র্যাব সক্ষম হয়। ধৃতকে সুজানগর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।